কর্ণফুলী টানেল নির্মাণ কাজ ২৪ শতাংশ সম্পন্ন: কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

সংরক্ষিত ছবি

যোগাযোগ

কর্ণফুলী টানেল নির্মাণ কাজ ২৪ শতাংশ সম্পন্ন: কাদের

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৫ অগাস্ট, ২০১৮

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণকাজের ২৪ শতাংশ সম্পন্ন হয়েছে।

শনিবার (২৫ আগস্ট) সকালে পতেঙ্গা এলাকায় টানেল নির্মাণকাজ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

এসময় কর্ণফুলী টানেল প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক (প্রশাসন) ড. অনুপম সাহা টানেলের বিভিন্ন অংশ মন্ত্রীকে ঘুরে দেখান ।

ওবায়দুল কাদের বলেন, একুশে আগস্টের গ্রেনেড হামলার রায় হবে। এ হত্যাকাণ্ডের সঙ্গে বিএনপি জড়িত। হত্যাকারী যেই হোক, যত প্রভাবশালী হোক, ক্ষমা পাবে না। নিরপেক্ষভাবে বিচার হবে। বিচারে দোষী সাব্যস্তদের, শাস্তি পেতেই হবে।

এসময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএ মোতালেব, রাউজান উপজেলা চেয়ারম্যান এহছানুল হায়দার চৌধুরী বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads