ভাঁজ করা স্মার্টফোন নিয়ে কমবেশি প্রায় সব প্রতিষ্ঠানই কাজ শুরু করেছে। এ তালিকায় রয়েছে চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান অপো। আগামী মাসেই প্রতিষ্ঠানটি ভাঁজ করা যাবে এমন স্মার্টফোনের ঘোষণা দিতে যাচ্ছে। ২৫ ফেব্রুয়ারি থেকে বার্সেলোনায় শুরু হতে যাওয়া মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে (এমডব্লিউসি) এ ফোনের ঘোষণা দিতে পারে প্রতিষ্ঠানটি।
ইতোমধ্যে প্রতিষ্ঠানটি তাদের কয়েকটি প্রযুক্তি এমডব্লিউসিতে প্রদর্শন করবে বলে জানিয়েছে। ২৩ ফেব্রুয়ারি প্রতিষ্ঠানটি বেইজিংয়ে একটি সংবাদ সম্মেলন করবে বলে গণমাধ্যমকর্মীদের আমন্ত্রণ জানিয়েছে। সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির কৃত্রিম বুদ্ধিমত্তা, কানেক্টিভিটি, ইমারসিভ কনটেন্ট, নতুন উদ্ভাবন, ডিজিটাল ওয়েলনেস, ডিজিটাল ট্রাস্ট এবং এগুলোর ভবিষ্যৎ সম্পর্কে তুলে ধরবে। সেই অনুষ্ঠানেই অপো তাদের ভাঁজ করা ফোন দেখাতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রতিষ্ঠানটি এমন ইঙ্গিত দিয়ে জানিয়েছে, তারা এবারের এমডব্লিউসিতেই আনতে পারে ভাঁজ করা স্মার্টফোন। তবে একেবারে নিশ্চিত না করলেও প্রতিষ্ঠানটি বলছে, তারা ১০এক্স অপটিক্যাল জুমের একটি ফোন আনবে। অপোর একজন কর্মকর্তা কিছুদিন আগে জানিয়েছেন, তারা এমডব্লিউসিকে একটি প্ল্যাটফর্ম হিসেবে নিয়েছেন। যেখানে নতুন সব পণ্য ও উদ্ভাবনের ঘোষণা দেবেন। সেখানেই ফোল্ডেবল ফোনের ঘোষণা দেবে প্রতিষ্ঠানটি। কিন্তু ফোল্ডেবল ফোনের ব্যাপারে অন্য কোনো তথ্য জানাননি ওই কর্মকর্তা।