বিজ্ঞান ও প্রযুক্তি

চীনে ফাইভজি ‘ইনোভেশন পার্ক’ চালু

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২৪ জানুয়ারি, ২০১৯

চীনের জেইঝ্যাং অঞ্চলের রাজধানী হ্যাংঝৌ-তে পঞ্চম প্রজন্মের (ফাইভজি) প্রযুক্তির উন্নয়ন ও গবেষণায় চালু করা হয়েছে ফাইভজি ইনোভেশন পার্ক। হ্যাংঝৌ ফিউচার সাই-টেক সিটিতেই অবস্থান নতুন এই ৫জি ইনোভেশন পার্ক-এর।

জানা গেছে, এআই, এআর, ভিআর, ড্রোন, স্মার্ট কমিউনিটি এবং স্মার্ট লজিসটিকসের মতো খাতগুলো নিয়ে পরীক্ষা চালানো হবে নতুন এই ৫জি ইনোভেশন পার্কটিতে। এতে ৫জি ভেনচারগুলোর জন্য নীতিমালাও আনা হবে।

প্রায় এক লাখ বর্গমিটার জায়গা নিয়ে যাত্রা শুরু করা এই ফাইভজি ইনোভেশন পার্কটিই চীনের প্রথম পার্ক, যার পুরোটা ফাইভজির আওতায় এবং ফাইভজি প্রযুক্তির গবেষণার জন্য প্রস্তুত। ধারণা করা হচ্ছে, ২০২৫ সালের মধ্যে ৫জি প্রযুক্তির উন্নয়ন ও এর ব্যবহারের জন্য পরিচিত নামগুলোর মধ্যে একটি হবে এই কেন্দ্র।

রোববার হ্যাংঝৌ ফিউচার সাই-টেক সিটিতে পার্কটির উদ্বোধন করা হয়। এ আয়োজনে অংশ নেন এক হাজারের বেশি মানুষ। উদ্বোধনের দিনই ৫জি প্রযুক্তি নিয়ে ১০টি চুক্তি স্বাক্ষর করেছে ১১টি প্রতিষ্ঠান। ডিজিটাল অর্থনীতি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) গবেষণা কেন্দ্র ও স্মার্ট যান পরীক্ষার প্ল্যাটফর্ম তৈরিতে সহায়তা করতেই চুক্তিগুলো করা হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়।

৪জি থেকে ৫জি প্রযুক্তির গতি অনেক বেশি হওয়ায় ডিজিটাল অর্থনীতির বৃদ্ধি এবং নেটওয়ার্কভিত্তিক স্মার্ট যান, ভার্চুয়াল রিয়ালিটি ও মোবাইল স্বাস্থ্যসেবায় নতুন বিপ্লব আসবে বলে ধারণা করা হচ্ছে

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads