অতীতের যেকোনো সময়ের চেয়ে সড়কের অবস্থা ভালো: ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

সংগৃহীত ছবি

জাতীয়

অতীতের যেকোনো সময়ের চেয়ে সড়কের অবস্থা ভালো: কাদের

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৯ অগাস্ট, ২০১৮

দেশে সড়কের অবস্থা অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ রোববার ঢাকার গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বাংলাদেশের ইতিহাসে অতীতের যে কোনো সময়ের চাইতে এ সময় সড়কের অবস্থা অনেক ভাল। এটা আমি বলতে পারি।

তিনি বলেন, এবারের ঈদযাত্রা গতবারের চেয়ে স্বস্তির হবে। স্পর্শকাতর পয়েন্টে আমরা এবার র‍্যাব মোতায়েন করেছি, যাতে করে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়।

মহাসড়কে যানজট প্রসঙ্গে সড়কমন্ত্রী বলেন, যানজট হবে না এটা আমি বলব না, মঝে মাঝে গাড়ি বিকল হয়ে যায়। ঘাটে ফেরি বিলম্বিত হওয়ার কারণে অনেক সময় ঘাটে গাড়ির যানজট হয়। পশুবাহী গাড়িগুলো একটু ধীর গতির হয়, এ কারণে সড়কে অন্য গাড়িও একটু ধীরগতিতে যায়। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads