ধমক দিয়ে দাবি আদায় হবে না : কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

সংরক্ষিত ছবি

রাজনীতি

ধমক দিয়ে দাবি আদায় হবে না : কাদের

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৩ অগাস্ট, ২০১৮

ধমক দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে কিছু আদায় করা যাবে না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের আল্টিমেটাম নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে গতকাল রোববার তিনি এ কথা বলেন।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) মিলনায়তনে শোক দিবসের আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে কাদের বলেন, ‘শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা। ধমক দিয়ে তার কাছ থেকে কিছু আদায় করা যাবে না। আল্টিমেটাম দিয়ে শেখ হাসিনার কাছ থেকে সুবিধা আদায় করা যাবে না।’

স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) আয়োজিত ওই সভায় আন্দোলনকারীদের জন্য সুখবরও দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘কোটা আন্দোলন যারা করেন, তাদের আমি সুখবর দিতে চাই। কিছুদিন ধৈর্য ধরতে অসুবিধা কী? একটি ব্যালেন্স সিস্টেম চালু করার জন্য কিছুটা সময় লাগছে। তথ্য, উপাত্ত সংগ্রহের জন্য কিছুটা সময় লাগছে। আমরাও সমাধানের পথ খুঁজছি। ছাত্রছাত্রীদের হতাশ হওয়ার কোনো কারণ নেই।’

১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন পালনের বিষয়ে কাদের বলেন, ‘১৫ আগস্টে জন্মদিন না পালন করে খালেদা জিয়ার জন্য বিএনপি দোয়া মাহফিল আয়োজন করেছে। এর অর্থ কি ১৫ আগস্ট খালেদা জিয়ার ভুয়া জন্মদিবস?’ তিনি আরো বলেন, ‘ভুয়া জন্মদিবস পালন থেকে বিএনপি মোটেই সরছে না। ১৫ আগস্টে যারা ভুয়া জন্মদিবস পালন করে, বাংলাদেশে এই ছদ্মবেশী বিধ্বংসী দলের সঙ্গে আওয়ামী লীগের কর্মের সম্পর্ক থাকার সুযোগ নেই। খালেদা জিয়ার পাঁচটি জন্মদিন। কোনটি সঠিক, এটি বিএনপিকে আগে পরিষ্কার করতে হবে। তারপর ভেবে দেখা যাবে বিএনপির সঙ্গে কথা বলা যায় কি না?’

সেতুমন্ত্রী বলেন, ‘দিনক্ষণ দিয়ে ইতিহাসে কোনো দিন কোনো আন্দোলন হয়নি। দিনক্ষণ দিয়ে যে আন্দোলন হয় না, গত নয় বছরে বিএনপির দিনক্ষণের আন্দোলনের ব্যর্থতাই তার বড় প্রমাণ।’ স্বাচিপের মহাসচিব ইকবাল আর্সলানের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আ ফ ম রুহুল হক, সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, বিএসএমএমইউ’র উপাচার্য কনক কান্তি বড়ুয়া, স্বাচিপের মহাসচিব মো. আবদুল আজিজ প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads