স্টক অ্যান্ড্রয়েডে চালিত স্বল্পমূল্যের স্মার্টফোন ‘অ্যান্ড্রয়েড গো’ আনছে স্যামসাং। ইতোমধ্যেই এ স্মার্টফোন সিরিজ নিয়ে কাজ শুরু করেছে প্রতিষ্ঠানটি। এর আগে এসএম-জে২৬০জি মডেলের একটি স্মার্টফোনের তথ্য প্রকাশ করেছিল গিকবেঞ্চ। এছাড়া বাংলাদেশ, ভারত, নেপাল এবং শ্রীলঙ্কার বাজারের জন্য স্মার্টফোনটি নিয়ে কাজ শুরু করেছিল বলেও জানিয়েছিল স্যামমোবাইল নামের একটি ওয়েবসাইট। এবার জানা গেল ইউরোপ, ল্যাটিন আমেরিকা এবং এশিয়ার আরো কিছু দেশের বাজারেও আসতে পারে স্মার্টফোনটি।
স্যামসাংয়ের প্রথম এই অ্যান্ড্রয়েড গো স্মার্টফোনে থাকতে পারে এক্সিনোস ৭৫৭০ চিপসেট, ১.৪৩ গিগাহার্টজ কোয়াড কোর এআরএম কর্টেক্স প্রসেসর, অ্যান্ড্রয়েড ৮.০ ওরিও অপারেটিং সিস্টেম।
মূলত এন্ট্রি লেভেলের গো স্মার্টফোনে ১ গিগাবাইট কিংবা তার কম র্যাম ব্যবহার করা হয়। এছাড়া লো কনফিগারেশনের এ ডিভাইসের জন্য বিশেষভাবে অপটিমাইজড অ্যাপ ব্যবহার করা হয়ে থাকে। সাধারণত এসব ডিভাইসে কোনো ব্লটওয়্যার রাখা হয় না। এর আগে নকিয়া, মাইক্রোম্যাক্স, লাভাসহ বিভিন্ন স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান অ্যান্ড্রয়েড গো স্মার্টফোন বাজারে এনেছিল।