মুনাফায় রেকর্ড গড়ল দক্ষিণ কোরীয় প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং। প্রতিষ্ঠানটির মুনাফার বিষয়ে বিশ্লেষকরা যে পূর্বাভাস দিয়েছিলেন, মুনাফার পরিমাণ সেটিকেও ছাড়িয়ে গেছে।
গতকাল প্রকাশিত স্যামসাংয়ের সবশেষ আর্থিক প্রতিবেদনের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, চলতি বছরের প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটির পরিচালন মুনাফা ছিল ১৪.৪ বিলিয়ন ডলার (১৫.৬ ট্রিলিয়ন ওন), যা ২০১৭ সালের একই সময়ের তুলনায় ৫৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এ ছাড়া মোট আয়ের পরিমাণ ১৯.৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ৬০.৬ ট্রিলিয়ন ওনে উন্নীত হয়েছে।
মূলত প্রতিষ্ঠানটির সেমিকন্ডাক্টরের চাহিদা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাওয়ায় এর প্রতিফলন দেখা গেছে আয়ের পরিমাণেও। তবে দ্বিতীয় প্রান্তিক নিয়ে আশঙ্কার কথাও প্রকাশ করা হয়েছে আর্থিক প্রতিবেদনে। এতে বলা হয়েছে, স্মার্টফোনের ওএলইডি প্যানেলের চাহিদা কমতে থাকায় এর ধাক্কা লাগতে পারে দ্বিতীয় প্রান্তিকের আয়ে। তবে প্রথম প্রান্তিকের মতো দ্বিতীয় প্রান্তিকেও চিপ ব্যবসায় শক্ত অবস্থান বজায় থাকবে বলে মনে করছে স্যামসাং।
এদিকে আর্থিক বিবরণী প্রকাশিত হওয়ার পর শেয়ারবাজারে স্যামসাংয়ের শেয়ারের দর বেড়েছে ২.৭ শতাংশ। শেয়ারবাজার বিশ্লেষকদের মতে, চিপ ব্যবসায় অবস্থান আগের থেকে আরো ভালো হতে পারে, এমন খবরেই শেয়ারের দর বাড়ছে।