ছবি: সংগৃহীত

তথ্যপ্রযুক্তি

স্যামসাং বাজারে এনেছে গ্যালাক্সি জে৭ ডুও

  • প্রকাশিত ২৮ এপ্রিল, ২০১৮

স্যামসাং দেশের বাজারে এনেছে ডুয়েল রিয়ার ক্যামেরার স্মার্টফোন গ্যালাক্সি জে৭ ডুও। এতে আছে ৫.৫ ইঞ্চি হাইডেফিনেশন অ্যামোলেড ডিসপ্লে। স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে এক্সিনোস ৭ সিরিজ প্রসেসর, ৪ গিগাবাইট র্যাম এবং ৩২ গিগাবাইট বিল্টইন মেমোরি।

ফোনটিতে আছে দুটি রিয়ার ক্যামেরা, যার একটি ১৩ মেগাপিক্সেল এবং অপরটি ৫ মেগাপিক্সেল। এ ছাড়া আছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। সব ক্যামেরার অ্যাপারচার এফ/১.৯। এ ছাড়া স্বল্প আলোতে ছবি তোলার জন্য রিয়ার ক্যামেরার পাশাপাশি ফ্রন্ট ক্যামেরাতেও ব্যবহার করা হয়েছে এলইডি ফ্ল্যাশ।

স্মার্টফোনটিতে কাস্টম ব্লার এবং আর্ট বোকেহর মতো কিছু বিশেষ ফিচারও যুক্ত করা হয়েছে। আছে লাইভ ফোকাস ইফেক্টস, যা দিয়ে বোকেহ ইফেক্টের প্যাটার্ন পাল্টে ফেলা যাবে। এ ছাড়াও ফোনটিতে যুক্ত করা হয়েছে ক্লিক অ্যান্ড শেয়ার অপশন-যার মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার পূর্বেই ছবি এডিট করা সম্ভব হবে।

জে৭ ডুও’তে নিরাপত্তা ফিচার হিসেবে আছে ফেস আনলক, ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তি এবং ফোল্ডার লক সিস্টেম। থাকছে তিন হাজার মিলিঅ্যাম্পিয়ার রিমুভেবল ব্যাটারি। স্মার্টফোনটি কালো, নীল এবং সোনালি রঙে পাওয়া যাবে। এর দাম নির্ধারণ করা হয়েছে ২৭ হাজার ৯৯০ টাকা।

আগামীকাল থেকে নির্দিষ্ট কিছু ব্র্যান্ডশপ ও স্টোরে এবং ৩০ এপ্রিল থেকে দেশের সব স্যামসাং ব্র্যান্ডশপ ও স্টোরে স্মার্টফোনটি পাওয়া যাবে। বিজ্ঞপ্তি

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads