লন্ডনে আইএসআইয়ের সঙ্গে বৈঠক করছেন তারেক : কাদের

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

সংরক্ষিত ছবি

রাজনীতি

লন্ডনে আইএসআইয়ের সঙ্গে বৈঠক করছেন তারেক : কাদের

  • কোম্পানীগঞ্জ ও সেনবাগ প্রতিনিধি
  • প্রকাশিত ১১ ডিসেম্বর, ২০১৮

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জনগণ সাড়া দিচ্ছে না বলেই বিএনপি শুধু বিদেশিদের কাছে নালিশই করছে না, লন্ডনে বসে তারেক রহমান পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সঙ্গে বৈঠক করছে। গতকাল সোমবার দুপুরে নোয়াখালীর জেলা শহর মাইজদীতে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে নির্বাচন বিষয়ে সাংবাদিকদের সঙ্গে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল পাকিস্তানি দূতাবাসে গিয়ে গোপন বৈঠক করছেন, এর অর্থ কী? এর অর্থ হচ্ছে নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র তারা করছে।

মন্ত্রী বলেন, বিএনপি একটা সন্ত্রাসী দল। ২১ আগস্ট গ্রেনেড হামলার মাস্টার মাইন্ড, পলাতক সাজাপ্রাপ্ত আসামির (তারেক রহমান) নেতৃত্বে যে ঐক্যফ্রন্ট চলছে, সে ঐক্যফ্রন্টের পক্ষে বাংলাদেশের জনগণ আজ নেই।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আনম সেলিম, সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীসহ জেলা, উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতাকর্মী।

পরে তিনি সেনবাগ-সোনাইমুড়ী আংশিক আসনে আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত জেলা আওয়ামী লীগের সহসভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিকের সেনবাগের বাসায় গিয়ে  তাকে সান্ত্বনা দেন এবং নৌকা মার্কার পক্ষে কাজ করার আহ্বান জানান। এ সময় মন্ত্রী আতাউর রহমান ভূঁইয়া মানিকসহ উপস্থিত দলীয় নেতাকর্মীদের উদ্দেশ করে বলেন, দল ক্ষমতায় এলে সবাইকে মূল্যায়ন ও পুরস্কৃত করা হবে।

এ ছাড়া সন্ধ্যা ৬টায় নিজের নির্বাচনী এলাকা নোয়াখালী-৫ আসনের কোম্পানীগঞ্জের সরকারি মুজিব কলেজ মাঠে নির্বাচনী জনসভায় ওবায়দুল কাদের বলেন, ধানের শীষ মানুষের পেটের বিষ। ২০০১ সালে বিএনপি ক্ষমতা আসার পর আমাদের হাজার হাজার নেতাকর্মীর নামে মামলা হামলা হয়েছে। বাড়িঘরে থাকতে দেয়নি। নেতাকর্মীরা মা-বাবার জানাজায় পর্যন্ত অংশগ্রহণ করতে পারেনি। ঈদের নামাজ পর্যন্ত পড়তে দেয়নি, গ্রেফতার করে নিয়ে গেছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা খিজির হায়াত খানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন এলিন গ্রুপের চেয়ারম্যান হাজী ওমর ফারুক, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান বাদল প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads