কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে বিএনপির প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনে তার জমা দেওয়া হলফনামা থেকে জানা যায়, ড. খন্দকার মোশাররফ হোসেন বছরে আয় করেন ১ কোটি ৯ লাখ ৭৯ হাজার ৪৪০ টাকা। তিনি আয় করেন কৃষি, বাড়িভাড়া, ব্যাংক আমানত সুদ থেকে। তার কাছে নগদ টাকা আছে ৪ লাখ ১ হাজার ৫৪৯ টাকা। ব্যাংকে জমা আছে নিজের নামে ১৮ লাখ ১৩ হাজার ১৬৩ টাকা। স্ত্রীর নামে ৪ লাখ ৪১ হাজার ৪৭ টাকা। তার কাছে থাকা গাড়ির মূল্য ১২ লাখ ৩২ হাজার ৫৫৩ টাকা, স্ত্রীর প্রাইভেটকারের মূল্য ২০ লাখ ৫০ হাজার। স্বর্ণ রয়েছে ১৫ হাজার টাকার, তার স্ত্রীর কাছে রয়েছে বিয়ের উপহার পাওয়া ৪০ ভরি স্বর্ণ। নিজের ইলেকট্রনিকস সামগ্রী রয়েছে ৩ লাখ ৫২ হাজার টাকার, স্ত্রীর রয়েছে ৩ লাখ ৮০ হাজার টাকার। নিজ নামে আসবাবপত্র রয়েছে ৩ লাখ টাকার। স্ত্রীর নামে রয়েছে ৫ লাখ টাকার আসবাবপত্র। ড. খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে ১২টি ফৌজদারি মামলা রয়েছে। এগুলোতে তিনি জামিনে আছেন। অতীতেও তার বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করা হয়। সেগুলো বাতিল করা হয়েছে।