বিভিন্ন রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম এবং এসব প্ল্যাটফর্মের অধীন রাইড শেয়ার করা মোটরযান মালিককে আগামী এক মাসের মধ্যে এনলিস্টমেন্ট সার্টিফিকেট গ্রহণ করতে বলেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি। সম্প্রতি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৮ মার্চ থেকে রাইড শেয়ারিং সার্ভিস নীতিমালা কার্যকর করা হয়েছে। এ নীতিমালা অনুযায়ী রাইডশেয়ারিং সেবাদাতা প্রতিষ্ঠানকে ‘রাইডশেয়ারিং সেবাদানাকারী প্রতিষ্ঠান এনলিস্টমেন্ট সার্টিফিকেট’ এবং মোটরযান মালিককে ‘রাইডশেয়ারিং মোটরযান এনলিস্টমেন্ট সার্টিফিকেট’ গ্রহণ করতে হবে।
বিআরটিএ জানিয়েছে, নির্দিষ্ট পরিমাণ ফি জমা দিয়ে সংস্থাটির ওয়েবসাইটের মাধ্যমে এ সনদের জন্য আবেদন করতে হবে।
এনলিস্টমেন্ট সনদ ছাড়া সেবা প্রদান করলে রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম এবং মোটরযানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে এ বিজ্ঞপ্তিতে।
উল্লেখ্য যে, বর্তমানে দেশে বিভিন্ন রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম তাদের কার্যক্রম পরিচালনা করছে। এসব প্ল্যাটফর্মকে একটি নীতিমালার মধ্যে আনার লক্ষ্যে ‘রাইড শেয়ারিং সার্ভিস নীতিমালা’ প্রণয়ন করে সরকার। ২৮ ফেব্রুয়ারি এ নীতিমালার গেজেট প্রকাশ করা হয় এবং ৮ মার্চ থেকে নীতিমালাটি কার্যকর করা হয়।