বাংলাদেশের খবর

আপডেট : ২১ April ২০১৮

রাইড শেয়ারিং সনদ নিতে একমাস সময় দিল বিআরটিএ


বিভিন্ন রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম এবং এসব প্ল্যাটফর্মের অধীন রাইড শেয়ার করা মোটরযান মালিককে আগামী এক মাসের মধ্যে এনলিস্টমেন্ট সার্টিফিকেট গ্রহণ করতে বলেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি। সম্প্রতি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৮ মার্চ থেকে রাইড শেয়ারিং সার্ভিস নীতিমালা কার্যকর করা হয়েছে। এ নীতিমালা অনুযায়ী রাইডশেয়ারিং সেবাদাতা প্রতিষ্ঠানকে ‘রাইডশেয়ারিং সেবাদানাকারী প্রতিষ্ঠান এনলিস্টমেন্ট সার্টিফিকেট’ এবং মোটরযান মালিককে ‘রাইডশেয়ারিং মোটরযান এনলিস্টমেন্ট সার্টিফিকেট’ গ্রহণ করতে হবে।

বিআরটিএ জানিয়েছে, নির্দিষ্ট পরিমাণ ফি জমা দিয়ে সংস্থাটির ওয়েবসাইটের মাধ্যমে এ সনদের জন্য আবেদন করতে হবে।

এনলিস্টমেন্ট সনদ ছাড়া সেবা প্রদান করলে রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম এবং মোটরযানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে এ বিজ্ঞপ্তিতে।

উল্লেখ্য যে, বর্তমানে দেশে বিভিন্ন রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম তাদের কার্যক্রম পরিচালনা করছে। এসব প্ল্যাটফর্মকে একটি নীতিমালার মধ্যে আনার লক্ষ্যে ‘রাইড শেয়ারিং সার্ভিস নীতিমালা’ প্রণয়ন করে সরকার। ২৮ ফেব্রুয়ারি এ নীতিমালার গেজেট প্রকাশ করা হয় এবং ৮ মার্চ থেকে নীতিমালাটি কার্যকর করা হয়।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১