রাজধানীর বিমানবন্দর সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক ব্যক্তি নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছেন বাইকের চালক।
বুধবার সকাল সোয়া ৯টার দিকে বিমানবন্দর গোল চক্কর থেকে ২০০ গজ দক্ষিণে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন বিমানবন্দর থানার এসআই মো. শরিফ হোসেন।
নিহত মোহাম্মদ নাজমুল হাসান ফুয়াদ (৩৫) তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ সেবা খাতের কোম্পানি এডিএন টেলিকমের রেভিনিউ অ্যাসুরেন্স বিভাগের সিনিয়র অফিসার ছিলেন।
সকালে দক্ষিণ খানের বাসা থেকে একটি রাইড শেয়ারিং কোম্পানির মোটরসাইকেলে মহাখালীতে অফিসে যাওয়ার পথে এ দর্ঘনটা ঘটে।
এসআই শরিফ বলেন, বিআরটিসির একটি দোতলা বাস পেছন থেকে ওই মোটর সাইকেলে ধাক্কা দিলে আরোহীরা ছিটকে পড়ে যান। বাসটির একটি চাকা নাজমুলের মাথার ওপর দিয়ে চলে গেল ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় মোটরসাইকেল চালক মিরাজুল ইসলামও আহত হয়েছেন। তাকে হাসপাতাল পাঠানো হয়েছে। পুলিশ বিআরটিসির বাস ও চালক আজিজুল হক সোহাগকে গ্রেপ্তার করেছে।
প্রায় চার বছর ধরে এডিএন গ্রুপে কাজ করছিলেন নাজমুল। গতবছর শেষ দিকে বিয়ে করেছিলেন। নাজমুলের বাবা জীবন বীমায় চাকরি করতেন বলে জানাগেছে।