বাসচাপায় প্রাণ গেল জাবির সাবেক শিক্ষার্থীর

রাজধানীর ক্যান্টমেন্ট এলাকায় বাসচাপায় প্রাণ হারিয়েছেন জাবির সাবেক শিক্ষার্থী এস এম শাহরিয়ার সৌরভ

ছবি সংগৃহীত

দুর্ঘটনা

বাসচাপায় প্রাণ গেল জাবির সাবেক শিক্ষার্থীর

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১ জুলাই, ২০১৮

রাজধানীর ক্যান্টমেন্ট এলাকায় বাসচাপায় প্রাণ হারিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থী। আজ রোববার কালশী ফ্লাইওভার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাবেক শিক্ষার্থীর নাম এস এম শাহরিয়ার সৌরভ (২৮)। শাহরিয়ার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগের ৩৯তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি ঠাকুরগাঁও শহরের হলপাড়ায়। তিনি ‘টিচ ফর বাংলাদেশ’ নামে একটি সংগঠনে ফেলোশিপ করছিলেন।

sahrierপ্রত্যক্ষদর্শীরা জানান, আজ রোববার বেলা ১১টার দিকে কালশী ফ্লাইওভার থেকে শাহরিয়ার মোটরসাইকেল চালিয়ে নামার সময় হোটেল র‌্যাডিসন ব্লুর কাছে বসুমতী নামে একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল নিয়ে তিনি পড়ে গেলে আরেকটি বাস এসে তাকে চাপা দেয়। পরে পুলিশের সহায়তায় প্রত্যক্ষদর্শীরা গুরুতর আহত অবস্থায় শাহরিয়ারকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত শাহরিয়ারের বন্ধু আদনান খায়রুল্লাহ জানান, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে বেলা ৩টায় শাহরিয়ারের জানাজা হয়েছে। জানাজার পর বিকেল সাড়ে ৪টার ফ্লাইটে মৃতদেহ ঠাকুরগাঁওয়ে নিয়ে যাওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads