ফ্যালকন ৯ ব্লক ৫ রকেট থেকে বেরিয়ে যাচ্ছে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট

ভিডিও থেকে নেওয়া ছবি

বিজ্ঞান ও প্রযুক্তি

বঙ্গবন্ধু-১ এর ‘সঙ্কেত’ গ্রাউন্ড স্টেশনে

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১২ মে, ২০১৮

বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু-১ থেকে প্রাথমিক ‘সঙ্কেত পাওয়া গেছে’ বলে কথা জানিয়েছে গাজীপুর গ্রাউন্ড স্টেশন।    

শনিবার বিকালে গাজীপুর গ্রাউন্ড স্টেশনের স্যাটেলাইট অপারেশন প্রকৌশলী তাজুল ইসলাম এ তথ্য জানান।  

তিনি বলেন, ‘উৎক্ষেপণের এক ঘণ্টা ১০ মিনিট পর বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট থেকে প্রাথমিক সিগন্যাল পেয়েছে গাজীপুর গ্রান্ড স্টেশন।  কক্ষপথের নির্দিষ্ট স্থানে পৌঁছতে এটার আরো সাত থেকে নয় দিন সময় লাগতে পারে। স্যাটেলাইটটি স্বাভাবিক গতিতেই যাচ্ছে।’

গাজীপুর গ্রাউন্ট স্টেশনে সব ধরনের প্রস্তুতি রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘দুই বছরে গাজীপুরের তেলিপাড়ায় গ্রাউন্ড স্টেশনটি প্রস্তুত করা হয়েছে। এটি নিয়ন্ত্রণের জন্য ৩২ সদস্যের একটি দলকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।’

যুক্তরাষ্ট্রের মহাকাশ পরিবহনসেবা প্রতিষ্ঠান স্পেসএক্স এর ফ্যালকন-৯ ব্লক-৫ রকেট ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারের লঞ্চ প্যাড থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইটকে নিয়ে বাংলাদেশ সময় শনিবার রাত ২টা ১৪ মিনিটে রওনা হয় মহাকাশের পথে। মোটামুটি আধা ঘণ্টার মাথায় বঙ্গবন্ধু-১ পৌঁছে যায় জিওস্টেশনারি ট্রান্সফার অরবিটে।

রকেট থেকে উন্মুক্ত হওয়ার পর যুক্তরাষ্ট্র, ইতালি এবং দক্ষিণ কোরিয়ার তিনটি গ্রাউন্ড স্টেশন থেকে বঙ্গবন্ধু-১ এর নিয়ন্ত্রণ নেওয়ার কথা। মহাকাশের ১১৯.১ পূর্ব দ্রাঘিমাংশে নিজস্ব অরবিটাল স্লটে স্থাপিত হবে এই কৃত্রিম উপগ্রহ।

তবে অরবিটাল স্লটে স্যাটেলাইটকে বসিয়ে কাজ শুরু করতে সময় লাগবে প্রায় দুই মাস। তখন গাজীপুরের জয়দেবপুর আর রাঙ্গামাটির বেতবুনিয়ার গ্রাউন্ড স্টেশন থেকে এর নিয়ন্ত্রণ করা যাবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads