গ্রেনেড হামলা মামলার রায় সেপ্টেম্বরেই: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক

সংরক্ষিত ছবি

রাজনীতি

গ্রেনেড হামলা মামলার রায় সেপ্টেম্বরেই: আইনমন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৯ অগাস্ট, ২০১৮

সেপ্টেম্বর মাসেই বিচারিক আদালতে ২১ আগস্ট গ্রেনেড হামলায় হত্যা মামলার রায় হবে বলে আশা প্রকাশ করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

রোববার জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধুর খুনিদের বিদেশ থেকে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর এবং ২১ আগস্ট গ্রেনেড হামলার দ্রুত বিচারের দাবিতে আয়োজিত আলোচনায় তিনি এমন মন্তব্য করেন।

আনিসুল হক বলেন, ‘আমি আশাকরি আগামী সেপ্টেম্বর মাসেই বিচারিক আদালতে ২১ আগস্ট গ্রেনেড হামলায় হত্যা মামলার রায় হবে। সে রায়েই আমরা দেখতে পাবো কারা ওই ঘটনায় জড়িত অপরাধী।’

রোববার সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাখেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads