বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনা কঠিন : আইনমন্ত্রী

বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক

সংরক্ষিত ছবি

রাজনীতি

বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনা কঠিন : আইনমন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৪ অগাস্ট, ২০১৮

যুক্তরাষ্ট্র ও কানাডায় পালিয়ে থাকা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুই খুনিকে ফিরিয়ে আনা খুব কঠিন হয়ে গেছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। গতকাল সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা জানান।

বর্তমানে বঙ্গবন্ধুকে খুনের মামলায় দণ্ডপ্রাপ্ত ছয় আসামি বিশ্বের বিভিন্ন দেশে পালিয়ে আছেন। এর মধ্যে রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্র ও নূর চৌধুরী কানাডায় অবস্থান করছেন বলে বিভিন্ন সময়ে গণমাধ্যমে সংবাদ বেরিয়েছে। শরিফুল হক ডালিম, কর্নেল রশীদ, মুসলেহ উদ্দীন রিসালদার ও ক্যাপ্টেন মাজেদ অন্যান্য রাষ্ট্রে অবস্থান করছেন।

বিভিন্ন দেশে পালিয়ে থাকা চার আসামির বিষয়ে আনিসুল হক বলেন, ‘আমাদের কাছে থাকা তথ্য যদি আমরা প্রকাশ করি তবে তারা জেনে গেল। তাদের অবস্থান তারা পরিবর্তন করবে। সেক্ষেত্রে আমরা যে তথ্যের ভিত্তিতে এগিয়ে যাচ্ছি, তা আর সঠিক থাকবে না। আমার মনে হয়, পরিষ্কারভাবে তাদের পিন ডাউন করতে পারব, তখনই আপনার এই প্রশ্নটি জিজ্ঞাসা করলে ভালো হয়। সেজন্য আমি ওই প্রশ্নে যাব না।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads