ভৈরবে তিন শতাধিক বিএনপি নেতা-কর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছেন। আজ শনিবার সকালে স্থানীয় আওয়ামী লীগ অফিসে উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী এলাকার দুই শতাধিক ও পৌর এলাকার কালীপুর গ্রামের শতাধিক বিএনপি নেতা-কর্মী উপস্থিত হয়ে আওয়ামী লীগে যোগ দেন।
ভৈরব উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া বিএনপির নবযোগদানকৃত নেতা-কর্মীদের দলে গ্রহণ করেন।
এ সময় আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নাজমুল হাসান পাপনকে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান সায়দুল্লাহ মিয়া। এ সময় যোগদান করা হাত তুলে পাপনের নৌকায় ভোট দেওয়ার অঙ্গীকার করেন।
অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, পৌর আওয়ামী লীগের সভাপতি এস এম বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভসহ দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।