বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে হামলা করেছে মনোনয়ন বঞ্চিত নেতাদের সমর্থকেরা। আজ শনিবার সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে।
আসন্ন একাদশ সংসদ নির্বাচনে চাঁদপুরে আ ন ম এহছানুল হক মিলন, নারায়ণগঞ্জে তৈমুর আলম খন্দকার ও গোপালগঞ্জে সেলিমুজ্জামান সেলিমকে বিএনপির প্রার্থী না করায় তাদের বিক্ষুব্ধ কর্মী-সমর্থকরা এই হামলা চালায়।
সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহছানুল হক মিলন চাঁদপুর-১, তৈমুর আলম নারায়ণঞ্জ-১ এবং সেলিমুজ্জামান গোপালগঞ্জ-১ আসনে ধানের শীষের মনোনয়ন চেয়েছিলেন।
এর আগে, দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে স্লোগান এবং বিক্ষোভ করেন এহসানুল হক মিলনের সমর্থকরা। পরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের কলাপসিবল গেটে তালা দিয়ে বন্ধ করে দেন। প্রায় দেড় ঘণ্টা পর গেট খুলে দিয়ে জাতীয় জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ১২ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়।