আচরণবিধি ভঙ্গসহ বিভিন্ন অভিযোগে ভারতের প্রধান বিচারপতি দীপক মিশ্রর বিরুদ্ধে আনা অভিশংসনের নোটিশ খারিজ হয়ে গেল। দেশটির সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু স্থানীয় সময় সোমবার সকালে এই সিদ্ধান্ত নেন। কংগ্রেসসহ সাত বিরোধী দল শুক্রবার এই নোটিশ দিয়েছিল। খবর এনডিটিভি।
এই প্রথম সুপ্রিম কোর্টের কোনো প্রধান বিচারপতিকে অভিশংসন করার উদ্যোগ নেওয়া হয়েছিল। এক মাস আগে উদ্যোগ নেওয়া ওই প্রস্তাবের পক্ষে মোট ৭১ জন রাজ্যসভা সদস্যের সম্মতিসূচক সই ছিল। ইতোমধ্যে সাতজন সদস্যের মেয়াদ শেষ হয়ে যায়। ফলে প্রস্তাবের পক্ষে ছিলেন ৬৪ জন সদস্য, যা প্রয়োজনের তুলনায় ১৪টি বেশি।
নোটিশ জমা পড়ার পরদিন ভেঙ্কাইয়া নাইডু তেলেঙ্গানায় চলে যান। রোববার দিল্লি ফিরে বিভিন্নজনের সঙ্গে আলোচনার পর নোটিশটি তিনি খারিজ করে দেন। যুক্তি হিসেবে উপরাষ্ট্রপতি বলেন, অভিশংসনের জন্য প্রধান বিচারপতির বিরুদ্ধে যে অভিযোগগুলো দেখানো হয়েছে, সেগুলো যথেষ্ট নয়। তিনি বলেন, সিদ্ধান্ত গ্রহণের আগে সংবিধান বিশেষজ্ঞ ও আইনজ্ঞদের সঙ্গে আলোচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নোটিশ খারিজ হয়ে যাওয়ার পর বিরোধী দল কংগ্রেস সুপ্রিম কোর্টে যাওয়ার চিন্তাভাবনা করছে। কংগ্রেস নেতা কপিল সিবাল রোববার জানান, নোটিশ খারিজ হলে আবেদনকারীদের কাছে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না।