একটি কুচক্রী মহল তাজউদ্দীন পরিবার ও বঙ্গবন্ধুর পরিবার মধ্যে বিভেদ সৃষ্টি করে আওয়ামী রাজনীতি থেকে তাজউদ্দীন পরিবারকে সরিয়ে ফেলতে চায় বলে অভিযোগ করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। রোববার দুপুরে ৪টা ২৩ মিনিটে ভেরিফাইড ফেসবুক পেজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাজউদ্দীন আহমেদের সাদাকালো ছবি শেয়ার দিয়ে একটি পোস্টে তিনি এ কথা উল্লেখ করেন।
ফেসবুকে সোহেল তাজ লিখেছেন, ‘দুঃখজনক হলেও সত্য যে আওয়ামী লীগের ভেতরে একটি কুচক্রী মহল তাজউদ্দীন পরিবার ও বঙ্গবন্ধুর পরিবারের মধ্যে বিভেদ সৃষ্টি করে আওয়ামী লীগের রাজনীতি থেকে তাজউদ্দীন পরিবারকে সরিয়ে ফেলতে চায়। এদের প্রভাব দলের ভেতরে ও প্রশাসনের সর্বস্তর’।

অপরাজনীতি থেকে দূরে থাকার অনুরোধও জানিয়েছেন তাজ। তিনি লিখেছেন, ‘আমার প্রিয় কাপাসিয়াবাসীদের কাছে আমার অনুরোধ আপনারা কাপাসিয়াতে কোনো অপরাজনীতি হতে দিবেন না।
তিনি আরো লিখেছেন, ‘বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী, মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী এবং বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর তাজউদ্দীন আহমদের জন্মভূমি কাপাসিয়ার পবিত্র মাটিকে নিয়ে যারা নোংরা টাকার অপরাজনীতি করছেন, এই পবিত্র মাটিকে কুলষিত করার চেষ্টা করছেন, তাদেরকে সাবধান করে দিতে চাই- কান টানলে মাথা আসবে- একে একে মুখোশ উন্মোচিত হব ‘।