‘সব ক্রিশ্চিয়ানোর উপহার’

বন্ধুর প্রতি কৃতজ্ঞতা হিসেবে দামি বাড়ি-গাড়ি কিনে দিয়েছেন রোনালদো (ডান দিক থেকে তৃতীয়)

বিবিসি

ফুটবল

‘সব ক্রিশ্চিয়ানোর উপহার’

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ১৪ জুন, ২০১৮

পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো বেশ কয়েক বছর ধরে বিশ্বের প্রথম সারির দু’জন খেলোয়াড়ের একজন। তিনি তার সাফল্যের জন্য আলবার্ট ফানত্রো নামে তার ছোটবেলার এক ঘনিষ্ঠ বন্ধুর অবদান হাসিমুখে স্বীকার করেন।

দু’জনে জুনিয়র টিমে যখন খেলতেন তখন স্পোর্টিং লিজবন ক্লাবের জন্যে তরুণ উঠতি খেলোয়াড় খুঁজতে একজনকে পাঠানো হলে তাদের খেলা দেখতে। যাদের কিনা বলা হয় স্কাউট। তেমন একজন স্কাউট তাদের বলেছিলেন আজ যে সবচাইতে বেশি গোল করবেন তাকেই তিনি মনোনীত করবেন।

তো শুরু হল খেলা। দুই বন্ধু একটি করে গোল করলেন। এরপর ফানত্রো এক মোক্ষম সুযোগ পেলেন জালে বল পুরে দেওয়ার কিন্তু তিনি বল পাস করে দিলেন রোনালদোকে। সুযোগ কাজে লাগালেন রোনালদো আর সুযোগ পেয়ে গেলেন স্পোর্টিং লিজবন ক্লাবের হয়ে খেলার।

যা বদলে দিয়েছিলো তার ক্যারিয়ার। তিনি পরে বন্ধুকে জিজ্ঞেস করেছিলেন, কেন তিনি এমন সুযোগ হাতছাড়া করলেন। বন্ধুর সহজ উত্তর, ‘কারণ তুমি আমার চেয়ে ভালো খেলোয়াড়’।

এরপর ফানত্রোর ফুটবল ক্যারিয়ারে ইতি ঘটলো। বেকার জীবন কাটাচ্ছিলেন তিনি।

সেসময় এক সাংবাদিক গিয়েছিলেন চমকপ্রদ এই কাহিনী নিয়ে রিপোর্ট করতে তিনি দেখলেন বেকার হলেও দামী বাড়িতে থাকেন ফানত্রো। দামি গাড়িও চড়েন। এসব কিভাবে সম্ভব হল জানতে চাইলে হাসিমুখে বললেন, ‘সব ক্রিশ্চিয়ানোর উপহার’।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads