‘শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ’

এক্স সোলজার্স অ্যাসোসিয়েশনের নবম প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন প্রতিরক্ষাবিষয়ক সংসদীয় কমিটির চেয়ারম্যান ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কর্নেল (অব.) ফারুক খান   

ছবি : বাংলাদেশের খবর

রাজনীতি

‘শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ’

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ৩০ মার্চ, ২০১৯

প্রতিরক্ষাবিষয়ক সংসদীয় কমিটির সভাপতি ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কর্নেল (অব.) ফারুক খান বলেছেন, বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ। আসুন আমরা সবাই মিলে দেশের এ অগ্রযাত্রায় শরিক হই। প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করি।

গতকাল জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক্স সোলজার্স অ্যাসোসিয়েশনের নবম প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্নেল (অব.) ফারুক বলেন, ইতোমধ্যে দেশের ৯৪ ভাগ বিদ্যুতের আওতায় এসেছে। অচিরেই বাংলাদেশ সিঙ্গাপুর, মালয়েশিয়া ও থাইল্যান্ডসহ উন্নত বিশ্বের কাতারে শামিল হবে।

সংগঠনের চেয়ারম্যান মো. আফাজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বঙ্গবন্ধু সেনা পরিষদের আহ্বায়ক আওয়ামী লীগ কার্যনির্বাহী পরিষদ সদস্য মেজর (অব.) আতমা হালিম, বীর মুক্তিযোদ্ধা ও দৈনিক বাংলাদেশের খবর সম্পাদক আজিজুল ইসলাম ভূঁঁইয়া, সংগঠনের মহাসচিব ও ওয়ারেন্ট অফিসার মো. সিরাজুল ইসলাম পাটোয়ারী এবং মুক্তিযুদ্ধে ঢাকা মহানগরীর কমান্ডার ইঞ্জিনিয়ার মো. আবুল হাসেম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সিনিয়র ভাইস চেয়ারম্যান এমএ রাজ্জাক।

প্রধান অতিথির বক্তব্যে ফারুক খান আরো বলেন, দেশ ও জাতি গঠনে অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীরসহ বির্িভন্ন আইনশৃঙ্খলা বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পদ্মা সেতুসহ দেশের বিভিন্ন উন্নয়নমূলক মেঘা প্রকল্প নির্মাণের দায়িত্ব সেনা সদস্যদের ওপর অর্পণ করে বর্তমান সরকারপ্রধান শেখ হাসিনা সেনা সদস্যদের দক্ষতা, আন্তরিকতা ও দেশপ্রেমের প্রতি গভীর আস্থা স্থাপন করেছেন।

তিনি আরো বলেন, অবসরকালীন ভাতাসহ আপনাদের বিভিন্ন দাবি-দাওয়া সম্পর্কে প্রধানমন্ত্রী অবগত। তিনি এসব সমস্যা সমাধান করে আপনাদের সুযোগ-সুবিধা আরো বৃদ্ধির বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছেন।

ফারুক খান বলেন, দেশ এগোচ্ছে। আমরা বিশ্বদরবারে মাথা উঁচু করে দাঁড়াচ্ছি। এটা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিখিয়ে গেছেন। একটা কথা মনে রাখবেন, যুদ্ধ-পরবর্তী সময়ে দেশে বিভিন্ন দেশ সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। কিন্তু যারা কোনো শর্ত দিয়েছে বঙ্গবন্ধু সেটা প্রত্যাখ্যান করেছেন, কোনো শর্তের বিনিময়ে নাক খত দিয়ে বাঙালি সাহায্য নেয় না। তাঁর সুযোগ্য কন্যা শেখ হাসিনাও বাংলাদেশকে বিশ্ব মানচিত্রে বীরের জাতি হিসেবে একধাপ এগিয়ে দিয়েছেন।

দেশের বৃহত্তর স্বার্থে সব সময় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে এক্স সোলজার্স অ্যাসোসিয়েশনের সদস্যদের উদ্দেশে প্রতিরক্ষাবিষয়ক সংসদীয় কমিটির সভাপতি বলেন,  আপনারা ঐক্যবদ্ধ থাকলে স্বাধীনতাবিরোধীরা সুবিধা করতে পারবে না। তারা কিন্তু ঘাপটি মেরে আছে, সুযোগ পেলেই কাল কেউটের মতো বিষদাঁত বসাবে। তাদের আরো সুযোগ দেওয়া যাবে না। শেখ হাসিনা দৃঢ়তা ও সাহসিকতার সঙ্গে তাদের মোকাবেলা তাদের সেই বিষদাঁত উপড়ে ফেলেছে। তারপরও আমাদের দায়িত্ব ঐক্যবদ্ধ থাকা এবং মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads