রাজধানীর গুলশান-১ এ ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মার্কেটের পাশে কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় সেখানে ছুটে গেছেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম।
শনিবার সকাল ৮টার দিকে মেয়র ঘটনাস্থলে যান। সেখানকার সার্বিক পরিস্থিতির খোঁজ-খবর নিচ্ছেন তিনি।
মেয়র আতিকুল বলেন, সুগন্ধির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
এরআগে ভোর ৫টা ৪৮ মিনিটের দিকে ডিএনসিসি মার্কেটের কাঁচাবাজার অংশে আগুনের সূত্রপাত হয়।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ কাজ করছে। তাদের সঙ্গে যোগ দিয়েছে সেনাবাহিনী ও বিমান বাহিনীর সদস্যরাও।
সকাল ৯টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসেনি। তবে সেটা ছড়িয়ে পড়ার সম্ভাবনা কম বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা।