বার্সেলোনায় খেলেছেন অনেক কিংবদন্তি। তবে সবাইকে নিঃসন্দেহে ছাড়িয়ে গেছেন লিওনেল মেসি। জয়, গোল করা কিংবা স্কিল। বলতে গেলে সেটা সব ক্ষেত্রেই। ক্রুইফ, ম্যারাডোনা, রোনাল্ডো কিংবা রোনালদিনহোর মতো তারকা ফুটবলার খেলে গেছেন ন্যু ক্যাম্পে। সৃষ্টি হয়েছে নানা ইতিহাস। তবে মেসি যা করে যাচ্ছেন তার তুলনা হয় না। নতুন করে আবারো আলোচনায় মেসি। আর সেটা বার্সার সর্বকালের সেরা গোলের হিসাব-নিকাশে।
ভক্তদের চোখে বার্সার হয়ে কোন ফুটবলারের গোল সবচেয়ে সেরা। এমন প্রশ্নের উত্তর খোঁজার জন্য বার্সা ব্যবস্থা করেছিল অনলাইন ভোটের। জবাবে সাড়া দিয়েছেন ৫ লাখ বার্সা ভক্ত, যাদের ভোটে বার্সার সর্বকালের সেরা গোলের প্রথম তিনটিই গেছে মেসির দখলে!
৪৫ শতাংশ ভোটে বার্সার সর্বকালের সেরা গোল নির্বাচিত হয়েছে ২০০৬-০৭ মৌসুমে কোপা ডেল রের সেমিফাইনালে গেটাফের বিপক্ষে করা মেসির গোলটি। আর্জেন্টাইন মহাতারকার তখন মাত্র ক্যারিয়ার শুরুর পথে। গেটাফের চার ডিফেন্ডারকে কাটিয়ে গোলরক্ষকের নাগের ডগা দিয়ে বল জালে পাঠিয়ে দর্শনীয় এক গোলে বিশ্বকে তাক লাগিয়ে দেন আর্জেন্টাইন জাদুকর। গোলটি যেন ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে করা আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার ‘শতাব্দীর সেরা গোলের’ কার্বন কপি। সেই এক গোল দিয়ে ম্যারাডোনা ভক্তদের মনেও জায়গা করে নেন মেসি!
দ্বিতীয় স্থান দখলে গেছে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ২০১৪-১৫ মৌসুমে কোপা ডেল রের ফাইনালে করা মেসির আরেকটি গোল। এই গোলটি ভোট পেয়েছে ২৮ শতাংশ। ১৬ শতাংশ ভোট পেয়েছে ২০১০-১১ মৌসুমে রিয়াল মাদ্রিদের বিপক্ষে সান্তিয়াগো বার্নাব্যুতে করা বার্সা অধিনায়কের আরেকটি গোল।
চতুর্থ স্থানে জায়গা পেয়েছে মেসির সতীর্থ সার্জিও রবের্তোর করা ২০১৭ সালে পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডের গোলটি। প্রথম লেগে ৪ গোলে পিছিয়ে পড়েও নিজের মাঠে ফিরতি লেগে রূপকথা লিখে ৬-১ ব্যবধানে কোয়ার্টার ফাইনালে উঠে যায় বার্সা।
গত ডিসেম্বরে শুরু হওয়া ভোটে অংশ নেন ১৬০টি দেশের ৫ লাখের বেশি বার্সা ভক্ত। প্রাথমিকভাবে ৬৩টি দারুণ গোল থেকে বাছাই করে নেয়া হয় সেরা চারটি গোল।