রোনালদোর হাত ধরেই জুভেন্টাস জিতবে চ্যাম্পিয়নস লিগ- এমনটাই মনে করেন পাওলো মালদিনি। ইতালির সাবেক ডিফেন্ডার মনে করেন, রোনালদোর মতো স্ট্রাইকার যদি আরো আগে আসত, তাহলে জুভেন্টাস ইতোমধ্যেই বেশ কয়েকবার চ্যাম্পিয়নস লিগ জিতে যেত।
চার বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে গেছেন সিআর সেভেন। রিয়ালের হয়ে টানা তিনবার জিতেছেন চ্যাম্পিয়নস ট্রফি। ক্যারিয়ারে পাঁচবার। তবুও নতুন চ্যালেঞ্জ নিতে এবার ইতালির সিরি-এ’র দলে গেছেন পর্তুগিজ তারকা। অন্যদিকে জুভেন্টাস সিরি-এ জিতে জিতে ক্লান্ত। কিন্তু চ্যাম্পিয়নস ট্রফি শেষবার তারা জিতেছিল ২২ বছর আগে। ২০১৭ সালে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে রিয়াল ৪-১ ব্যবধানে হারিয়েছিল জুভেন্টাসকে। জোড়া গোল করেছিলেন ক্রিশ্চিয়ানো। গত মৌসুমে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই দল। তখনো রোনালদো জোড়া গোল করেছিলেন। তাই রোনালদো দলে আসায় নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন জুভেন্টাস সমর্থকরা।
মালদিনি বলেছেন, ‘২০১৭ সালের ফাইনালে জুভেন্টাসের বিরুদ্ধে দুই গোল করেছিল রোনালদো। ও যদি বিপক্ষ দলে থাকত, তাহলে ফল সম্পূর্ণ অন্য হতো। রিয়াল ও জুভেন্টাসের মধ্যে খুব একটা তফাত নেই। শুধু একটা ভালো স্ট্রাইকার দরকার। বেশ কয়েকবার ফাইনালে গিয়েও জুভেন্টাস জিততে পারেনি। একটা ভালো স্ট্রাইকারের অভাব ছিল, যা এবার পূর্ণ হলো।’