‘রাজধানীর প্রধান সড়কে চলবে না লেগুনা’

সংগৃহীত ছবি

যোগাযোগ

‘রাজধানীর প্রধান সড়কে চলবে না লেগুনা’

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ৪ সেপ্টেম্বর, ২০১৮

রাজধানীতে প্রধান সড়কগুলোতে লেগুনা (হিউম্যান হলার) চলতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, রাজধানীর সড়কে দুর্ঘটনার অন্যতম কারণ এই লেগুনা। এগুলোর কারণে সড়কে সবচেয়ে বেশি বিশৃঙ্খলা তৈরি হয়। তাই রাজধানীতে লেগুনা চলতে দেওয়া হবে না।

আছাদুজ্জামান মিয়া বলেন, লেগুনার কোনো রুট পারমিট নেই। এগুলো অবৈধভাবে চলে।

তবে রাজধানীর উপকণ্ঠ যেমন, কুড়িল ৩০০ ফুট সড়ক ও বসিলার মতো এলাকায় লেগুনা চালানো যাবে বলেও জানান তিনি।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads