আপডেট : ০৪ September ২০১৮
রাজধানীতে প্রধান সড়কগুলোতে লেগুনা (হিউম্যান হলার) চলতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। ডিএমপি কমিশনার বলেন, রাজধানীর সড়কে দুর্ঘটনার অন্যতম কারণ এই লেগুনা। এগুলোর কারণে সড়কে সবচেয়ে বেশি বিশৃঙ্খলা তৈরি হয়। তাই রাজধানীতে লেগুনা চলতে দেওয়া হবে না। আছাদুজ্জামান মিয়া বলেন, লেগুনার কোনো রুট পারমিট নেই। এগুলো অবৈধভাবে চলে। তবে রাজধানীর উপকণ্ঠ যেমন, কুড়িল ৩০০ ফুট সড়ক ও বসিলার মতো এলাকায় লেগুনা চালানো যাবে বলেও জানান তিনি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১