‘যে মুখে বলি মা সে মুখে মাদক না’

সিরাজগঞ্জের সেন ভাঙ্গাবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে মাদক বিরোধী শপথ গ্রহন করেন অভিভাবক, স্কুলের শিক্ষার্থী ও অতিথিবৃন্দ

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

‘যে মুখে বলি মা সে মুখে মাদক না’

  • সিরাজগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ১৪ জুলাই, ২০১৮

‘যে মুখে বলি মা সে মুখে মাদক না’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সেন ভাঙ্গাবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে মাদক বিরোধী শপথ গ্রহন করেন অতিথিবৃন্দ অভিভাবক ও স্কুলের শিক্ষার্থীরা।

শনিবার দুপুরে উপজেলার সেন ভাঙ্গাবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে রজনী সংসদ ও পাঠাগার এবং বিদ্যালয়ের আয়োজনে মাদক বিরোধী জনসচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে একটি র‌্যালী বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

উক্ত আলোচনা সভায় সেন ভাঙ্গাবাড়ী উচ্চ বিদ্যালয়ের সভাপতি এ্যাড. ছানোয়ার হোসেন তালুকদারের সভাপতিত্বে ও রজনী সংসদ ও পাঠাগারের সাধারন সম্পাদক এ্যাড: কামরুল ইসলাম শান্তার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বেলকুচি উপজেলা নিবাহী অফিসার ওলিউজ্জামান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, থানা অফিসার ইনর্চাজ (ওসি) আব্দুল রাজ্জাক, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ গাজী সাইদুর রহমান, ভাঙ্গাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান গাজী খন্দকার ফজলুল হক ভাষানী, বঙ্গবন্ধু আইন পরিষদের সিরাজগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম রানা, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার খোরশেদ আলম, উক্ত বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্য আব্দুল কাদের তালুকদার, মাধ্যমিক শিক্ষা অফিসের সুপারভাইজার নাজির হোসেন, প্রথম আলো পত্রিকার সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ও দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এনামুল হক খোকন, বেলকুচি প্রেসক্লাবের সাধারন সম্পাদক রেজাউল করিম, শিক্ষক প্রতিনিধি আশরাফুল আলম আলফু, ওমর আলী তালুকদার, আব্দুর রশিদ, সমাজসেবক আব্দুর সবুর তালুকদার, আব্দুল সবুর খান, জাহাঙ্গীর আলম, উক্ত বিদ্যালয়ের শিক্ষিকা ইসরাত জাহান, ছাত্রী সুমাইয়া খাতুন, সানজিদা খাতুন প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads