ইন্টারন্যাশনাল গার্লস ইন আইসিটি দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে অতিথিরা

ছবি: বাংলাদেশের খবর

তথ্যপ্রযুক্তি

‘প্রযুক্তিতে নারীর অংশগ্রহণ বাড়লে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়বে’

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৮ এপ্রিল, ২০১৮

বর্তমানে দেশের তথ্যপ্রযুক্তি খাতে নারীর অংশগ্রহণ ৩৩ দশমিক ৭ শতাংশ। তবে এটি বাড়িয়ে ৮২ শতাংশে উন্নীত করা গেলে অর্থনৈতিক প্রবৃদ্ধি ১.৬ শতাংশ বাড়ানো সম্ভব হবে, যা ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন (আইটিইউ) ঘোষিত ইন্টারন্যাশনাল গার্লস ইন আইসিটি দিবস উদযাপন উপলক্ষে গত বৃহস্পতিবার আয়োজিত এক সেমিনারে এসব তথ্য তুলে ধরেছেন বক্তারা। রাজধানীর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আয়োজিত এ সেমিনারে ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূরুজ্জামান বলেন, অন্যান্য খাতে নারীদের অংশগ্রহণ যেভাবে বাড়ছে, তথ্যপ্রযুক্তি খাতে সেভাবে বাড়ছে না। অথচ এখানেই নারীদের অংশগ্রহণ বেশি হওয়ার কথা ছিল। কারণ তারা স্থির বুদ্ধিসম্পন্ন এবং প্রোগ্রামিংয়ে তাদের সফল হওয়ার সুযোগ বেশি।’

নারীদের অংশগ্রহণ না বাড়ার কারণ হিসেবে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনির হাসান বলেন, আমাদের মেয়েদের সামনে আইসিটি খাতের কোনো উজ্জ্বল ব্যক্তিত্ব নেই, তাদেরকে অনুপ্রেরণা দেওয়ার মতো কেউ নেই। এ ছাড়া তাদের মধ্যে প্রচুর তথ্য ঘাটতি রয়েছে। এই তিন কারণে মেয়েরা তথ্যপ্রযুক্তি খাতে আসছে না। এ অবস্থার পরিবর্তনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার ওপরও জোর দেন তিনি।

সেমিনারে আরো বক্তব্য রাখেন উইমেন ইন ডিজিটালের প্রতিষ্ঠাতা আছিয়া নীলা, কম্পিউটার বিচিত্রার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিএম ইনাম লেনিন প্রমুখ।

নারীদের অংশগ্রহণ বাড়ানোর জন্য এ ধরনের অনুষ্ঠান আরো বেশি আয়োজনের পক্ষেও সেমিনারে মত দেন বক্তারা।

উল্লেখ্য, আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন (আইটিইউ) এপ্রিল মাসের চতুর্থ বৃহস্পতিবার  বিশ্বজুড়ে গার্লস ইন আইসিটি দিবস উদযাপন করে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads