‘প্রমাণ করার কিছুই নেই’

ফজলে মাহমুদ রাব্বি

সংগৃহীত ছবি

ক্রিকেট

‘প্রমাণ করার কিছুই নেই’

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ১৬ অক্টোবর, ২০১৮

প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন প্রায় ১৪ বছর। ঘাত-প্রতিঘাত, উত্থান-পতন, হাসি-কান্না- সবই দেখা হয়ে গেছে তার। দীর্ঘ প্রতীক্ষার পর মিলেছে আরাধ্যের জাতীয় দলে ডাক। বিষয়টি উপভোগ্য হলেও নতুন কিছু প্রমাণের দেখছেন না জাতীয় ক্রিকেট দলে প্রথম ডাক পাওয়া ফজলে মাহমুদ রাব্বি।

জিম্বাবুয়ে সিরিজ উপলক্ষে গতকাল সোমবার থেকে মিরপুরে শুরু হয়েছে টাইগারদের ক্যাম্প। স্কিল অনুশীলন দিয়ে শুরু হয়েছে এই ক্যাম্প। হয়েছে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং অনুশীলনও। শেরেবাংলা স্টেডিয়ামের মাঝ উইকেটে স্টিভ রোডস বাঁ হাতি কয়েকজন ব্যাটসম্যানকে বিশেষভাবে তালিম দিয়েছেন। আর সেটা চার-ছক্কা হাঁকানোর জন্য নয়, ফিল্ডারদের ফাঁক গলে সিঙ্গেলস বের করার কৌশল।

প্রথম দিনের ক্যাম্পে ছিলেন নতুন ডাক পাওয়া ফজলে রাব্বি, যা তার কাছে একেবারে নতুন। কেমন অভিজ্ঞতা হলো। মিষ্টি হেসে রাব্বি জানালেন, ‘খুব ভালো লাগছে। আমি খুব উপভোগ করছি এই সময়টা।’ এরপর অনুমিতভাবে উঠে এলো ১৪ বছর প্রথম শ্রেণির ক্রিকেটে খেলে যাওয়ার স্মৃতি। তারপর কাঙ্ক্ষিত জাতীয় দলে ডাক। জিম্বাবুয়ের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে একাদশে জায়গা পেলে নিজেকে প্রমাণের জন্য কী করবেন তিনি- এমন প্রশ্নে রাব্বির কণ্ঠে দৃঢ়তার সুর, ‘আমি এত বছর ধরে খেলে আসছি, আমার মোটামুটি প্রমাণ করা হয়ে গেছে ওই পর্যায়ে। এখানে এসে আমি নতুন করে কিছু করতে পারব না। আমি যেটা পারি, সেটাই করার চেষ্টা করব।’

আসলে নিজেকে প্রমাণের কিছু নেই। সেরাটা দিতে পারলেই খুশি রাব্বি। তারপরও ক্যারিয়ারের বিভিন্ন পর্যায়ের কথা কিছুটা স্মরণ করলেন তিনি। যেখানে তিনি বললেন, একপর্যায়ে খেলাই ছেড়ে দিতে চেয়েছিলাম। কিন্তু কিছুদিন চাকরি করার পর আমি আমার মনকে সায় দিতে পারলাম না। আমার মনে হলো, আমি খেলা ছাড়া থাকতে পারব না। তারপর আবার চলে আসলাম, আবার খেলায় মন দিলাম। ওই বছর আমি আমার বন্ধুদের বলেছিলাম, আমি খেলব না। এরপর একদম খোলা মনে যখন খেলতে গিয়েছিলাম, তখন আমার মনে কোনো চাপ ছিল না। শেষ পর্যন্ত ভালো পারফরম হয়েছে। এরপর থেকেই আসলে পরিবর্তনটা শুরু, মানসিকতায় পরিবর্তন এসেছে। বুঝেছি চাপ ছাড়া খেললে ভালো খেলত পারব। এখন ওইরকম চিন্তাই করি না খেলা নিয়ে। আমি সেটাই করার চেষ্টা করছি।’

বয়স চলে ৩০। ফিটনেস আরো ধারালো করতে চান তিনি। বয়স নিয়ে কথা হলেও থোড়াই কেয়ার রাব্বির, ‘আমি খাওয়া-দাওয়া নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছি। ওজন কমিয়েছি। বয়স নিয়ে যেই কথা হচ্ছে, আমি আসলে এসব নিয়ে ভাবি না। আমি যদি ফিট থাকি ও আমার পারফরম্যান্স যদি থাকে, তাহলে বয়স কোনো বিষয় নয়।’

চোটের কারণে দলে নেই সাকিব। অনেকে সাকিবের জায়গায় বদলি হিসেবে দেখছেন রাব্বিকে। তবে এমন প্রত্যাশায় প্রচণ্ড দ্বিমত তার। রাব্বির মতে, সাকিবের জায়গা পূরণ করা সম্ভব নয়। তিনি বলেন, ‘সাকিবের জায়গা তো আর কারো পক্ষে পূরণ করা সম্ভব নয়। আমি মূলত ব্যাটিংপ্রধান অলরাউন্ডার। ব্যাটিংটা করতে ভালোবাসি। পাশাপাশি আমি দলের প্রয়োজনে বোলিং করতে পারি। যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই এই রোলটা পালন করার চেষ্টা করব। তবে সাকিবের জায়গা নেওয়া না, আমি যেটা পারি সেটাই করার চেষ্টা করব।’

কোচের সঙ্গে সেশন, ড্রেসিংরুম নিয়ে রাব্বির প্রথম দিনের মূল্যায়ন- ‘একদম ভালো, সবাই সবার কাজ নিয়ে খুব চিন্তা করে। কার কী দায়িত্ব, সেটা সবাই খুব ভালো জানে। আমি দেখছি, শেখার চেষ্টা করছি। তারা এক-একজন কতটা সিরিয়াস, এটা আমাকে খুবই অনুপ্রাণিত করছে। আর কোচের সঙ্গে যেটা হয়েছে, আপনারা দেখেছেন। এখানে সিঙ্গেল রোটেশন নিয়ে কাজ করেছি আমরা। নতুন নতুন জিনিস আছে, ছোট ছোট ব্যাপার, এসব নিয়েই কাজ করছি। এত দ্রুত অনেক কিছু পরিবর্তন করা সম্ভব নয়। ছোট ছোট ব্যাপার, যার মধ্যে পরিবর্তন আনলে খেলাটা ভালো হয়, সেই দিকেই মনোযোগ দিচ্ছি।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads