‘পদত্যাগ সমাধান নয়’

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান

সংরক্ষিত ছবি

রাজনীতি

‘পদত্যাগ সমাধান নয়’

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ৩১ জুলাই, ২০১৮

তিনি পদত্যাগ করলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে কিনা- এ প্রশ্ন করেছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। নৌপরিবহনমন্ত্রী বলেন, পদত্যাগ সমস্যার সমাধান নয়, বরং তিনি মন্ত্রী থাকায় সড়ক দুর্ঘটনা রোধে ভূমিকা রাখতে পারছেন। বাসচাপায় শহীদ

রমিজউদ্দীন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় উদ্ভূত পরিস্থিতি নিয়ে গতকাল সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

শাজাহান খান বলেন, ‘দুর্ঘটনা ঘটলেই যে আমার পদত্যাগ অনেকে দাবি করেন, আমি তাদের অনুরোধ করব আপনারা যদি কেউ প্রমাণ দিতে পারেন বা বলতে পারেন আপনি গেলেই (মন্ত্রী) সব সমস্যার সমাধান হয়ে যাবে, আমার চলে যেতে কোনো অসুবিধা নেই। এর আগেও শহীদ মিনারে পদত্যাগ দাবি করা হয়েছিল। পদত্যাগ সমস্যার সমাধান নয়।’

মন্ত্রী বলেন, ‘বরং ছাত্র বন্ধুদের বলতে চাই, আমি এখানে আছি বলেই অনেক দুর্ঘটনা হ্রাস করার ব্যাপারে কার্যকর ভূমিকা পালন করতে পেরেছি। ওই দুর্ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে শ্রমিকদের পক্ষ থেকে কোনো প্রতিবাদ করা হবে না।’

ঘাতক জাবালে নূর পরিবহনের মালিক তার আত্মীয়- এ ব্যাপারে জানতে চাইলে শাজাহান খান বলেন, ‘এমন কিছু আমার জানা নেই।’ অভিযোগ রয়েছে, কুর্মিটোলা জেনারেল হাসপাতালের অদূরে শিক্ষার্থীদের চাপা দেওয়া বাস জাবালে নূরের (ঢাকা মেট্রো ব-১১৯২৯৭) পরিচালক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের শ্যালক মো. নান্নু মিয়া (৫০)। একইসঙ্গে তিনি মন্ত্রীর খালাতো ভাইও। থাকেন রাজধানীর বনশ্রী এলাকায়। জাবালে নূর পরিবহনের সঙ্গে মাহমুদ হোসেন নামে নৌপরিবহনমন্ত্রীর আরেক আত্মীয়ও জড়িত আছেন বলে জানা গেছে।

বিআরটিএ’র তথ্যমতে, জাবালে নূর পরিবহনের চেয়ারম্যান জাকির হোসেন। তিনি সরাসরি কোনো রাজনীতির সঙ্গে জড়িত না থাকলেও মন্ত্রীর পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ। পরিবহনটি নান্নু মিয়ার প্রভাবেই সড়কজুড়ে দাপিয়ে বেড়াচ্ছে। বর্তমানে পরিবহন জগতে প্রভাবশালী পরিচালক হিসেবেও নান্নু মিয়ার পরিচিতি আছে। অপরদিকে নিহত দিয়া খানম মিমের বাবা জাহাঙ্গীর আলম একতা পরিবহনের বাসচালক ও মহাখালী বাস টার্মিনালের পরিবহন শ্রমিক নেতা। স্বাভাবিকভাবে এ দুর্ঘটনা নিয়ে শ্রমিকদের মধ্যেও ক্ষোভ কাজ করছে। তবে নান্নু মিয়ার কারণে কেউ মুখ খুলছেন না।

এদিকে সার্বিক বিষয়ে জানতে সংবাদমাধ্যমের পক্ষ থেকে জাবালে নূরের চেয়ারম্যান জাকির হোসেনকে একাধিক বার ফোন দেওয়া হলেও তিনি তা কেটে দেন। কয়েকবার চেষ্টা করেও নান্নু মিয়ার বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads