‘দেবী’তে মমতাজ

ফোক সম্রাজ্ঞী মমতাজ

সংরক্ষিত ছবি

আনন্দ বিনোদন

‘দেবী’তে মমতাজ

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১৪ মে, ২০১৮

দেবী ছবিতে থাকছেন ফোক সম্রাজ্ঞী মমতাজ। তার কণ্ঠের মাধ্যমেই থাকছেন তিনি। মমতাজ কণ্ঠ দিয়েছেন দেবী ছবির একটি গানে। গানের শিরোনাম দোয়েল পাখি কন্যারে। গানের কথা লিখেছেন রাকিব হাসান রাহুল। সুর ও সঙ্গীতায়োজন করেছেন প্রীতম হাসান।

মমতাজের গান প্রসঙ্গে ছবিটির প্রযোজক জয়া আহসান বলেন, ‘আমাদের মনে হয়েছে একটি দৃশ্যে মমতাজ আপার গান থাকলে সেটি সোনায় সোহাগা হয়। সে চিন্তা-ভাবনা থেকেই গানটি করা। চমৎকার দরদ দিয়ে গানটি গেয়েছেন মমতাজ আপা। শ্রোতারা গানটি শুনে আপ্লুত হবেন।

এরই মধ্যে দর্শকের আগ্রহের তালিকায় উঠে এসেছে ছবিটি। চিত্রায়ণ শেষে ছবিটি বর্তমানে সম্পাদনার টেবিলে। খুব শিগগির ছবির গানগুলো ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে বলে জানা গেছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads