শোবিজ

‘তুমি আমি’তে সজল-মম

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ৩ অক্টোবর, ২০১৯

সরদার রোকন এ সময়ের একজন মেধাবী নাট্যপরিচালকের নাম। গল্পের কারণে যে শিল্পীকে নিয়ে কাজ করার প্রয়োজন হয়ে পড়ে তাকে নিয়েই সাধারণ কাজ করেন তিনি। প্রয়োজনে শিল্পীর শিডিউলের জন্য ধৈর্য ধরে অপেক্ষা করেন তিনি। কিন্তু তারপরও গল্পের সঙ্গে মানানসই শিল্পীই যেন চাই তার। যাতে দর্শকের কাছে গল্পটি হয়ে ওঠে প্রাণবন্ত, উপভোগ্য। ঠিক তেমনি একটি গল্পের নাটক ‘তুমি আমি’। নাটকটি রচনা করেছেন মনসুর রহমান চঞ্চল এবং পরিচালনা করেছেন সরদার রোকন। আগামীকাল রাত ৮টায় আরটিভিতে নাটকটি প্রচার হবে।

নাটকটির গল্প প্রসঙ্গে সরদার রোকন বলেন, গল্পের একটি পর্যায়ে মমকে দেখতে আসেন সজল। সজলের সঙ্গে আসা পরিবারের লোকজন এক সময় মম ও সজলকে গল্প করার সুযোগ দিয়ে একটু অন্যদিকে চলে যায়। এই ফাঁকে মম ও সজল পালিয়ে যায়। পরিবারের সবাই তাদের খুঁজে খুঁজে অস্থির হয়ে যান। কিন্তু তা নিয়ে সজল ও মমর মধ্যে কোনো প্রতিক্রিয়া নেই। এগিয়ে যায় নাটকের গল্প।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে জাকিয়া বারী মম বলেন, রোকনের নির্দেশনায় এর আগেও কাজ করেছি। অনেক যত্ন নিয়ে কাজ করার চেষ্টা করে। সবচেয়ে বড় কথা ক্যামেরায় দৃশ্যধারণের আগে রোকন শিল্পীর সঙ্গে দৃশ্যটি নিয়ে বেশ বোঝাপড়া করে নেন। তাতে শিল্পীও মনের মতো অভিনয় করতে পারেন। তুমি আমি নাটকটির গল্পটাই মূলত দর্শককে মুগ্ধ করবে। আর আমার সহশিল্পী সজল ভাই সব সময়ই ভীষণ সহযোগিতাপরায়ণ। আমাদের দুজনের মধ্যকার রসায়ন দর্শককে মুগ্ধ করবে।

নির্মাতা সরদার রোকন বলেন, সজল ভাই একজন পরীক্ষিত, প্রমাণিত অভিনেতা। দেশজুড়ে রয়েছে তার কোটি ভক্ত। শুধু একজন অভিনেতা হিসেবেই নয়, একজন মানুষ হিসেবে তিনি অসাধারণ। অন্যদিকে মম অভিনেত্রী হিসেবে যেমন দুর্দান্ত, বন্ধু হিসেবেও দারুণ এবং সর্বোপরি একজন মানুষ হিসেবেও খুব ভালো মনের একজন মানুষ। তাদের দুজনের অনবদ্য অভিনয় দর্শককে মুগ্ধ করবে, আমি নিশ্চিত।

সরদার রোকনের পরিচালনায় সজল ও মম সর্বশেষ ‘অচেনা মনের গলিতে’ নাটকে অভিনয় করেছেন। এদিকে প্রথমবারের মতো মম হিন্দি সিনেমায় অভিনয় করেছেন। তার সিনেমার নাম ‘ম্যাক্স কি গান’। এটি পরিচালনা করেছেন সামির খান। সজল নাদের চৌধুরীর পরিচালনায় ‘জিন’ সিনেমাতে অভিনয় করছেন। এতে তার বিপরীতে আছেন পূজা চেরী।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads