প্রয়াত বরেণ্য পরিচালক ও অভিনেতা সাইদুল আনাম টুটুলের ‘কালবেলা’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে নায়িকা হিসেবে ‘ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি ২০১৭’-এর চ্যাম্পিয়ন তাহমিনা অথৈর যাত্রা শুরু হয়। সিনেমাটির পুরো কাজ শেষ হওয়ার আগেই পরপারে পাড়ি জমান সাইদুল আনাম টুটুল। সিনেমার নায়িকা অথৈ জানান, এরই মধ্যে ডাবিংয়ের কাজ শেষ হয়েছে সিনেমাটির। অন্যান্য আনুষঙ্গিক কাজ চলছে। পরিকল্পনা চলছে আগামী বছর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে মুক্তি দেওয়ার।
এদিকে এরই মধ্যে তাহমিনা অথৈ প্রথমবারের মতো শিশুতোষ কোনো চলচ্চিত্রে অভিনয় করছেন। মানিক মানবিকের পরিচালনায় ‘ছেলেটি অদ্ভুত’ সিনেমার কাজ শুরু করেছেন। তাহমিনা অথৈ জানান, এরই মধ্যে সিনেমার পঞ্চাশ ভাগ কাজ শেষ। সিনেমাটিতে তিনি মলি চরিত্রে অভিনয় করছেন। শিগগিরই এই সিনেমার পরবর্তী লটের কাজ শুরু হবে বলে জানান তাহমিনা অথৈ। শিগগিরই শুরু হওয়ার কথা রয়েছে রায়হান আনোয়ারের পরিচালনায় ‘চট্টলা এক্সপ্রেস’ সিনেমার কাজ। এতে তার বিপরীতে অভিনয় করবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়ক ফেরদৌস আহমেদ।
সাইদুল আনাম টুটুলের নির্দেশনায় কাজ করা প্রসঙ্গে অথৈ বলেন, টুটুল স্যার অনেক গুণী মানুষ ছিলেন, খুব ভালো মনের একজন মানুষ ছিলেন। তিনি যেমন অনেক বড় মাপের একজন পরিচালক ছিলেন ঠিক তেমনি অনেক বড় মাপের একজন অভিনেতাও ছিলেন। যেহেতু অভিনয়ে অভিজ্ঞ ছিলেন তিনি, তাই শুটিংয়ের সময় তিনি নিজেই অভিনয় করে বুঝিয়ে দিতেন, কেমন করে চরিত্র ফুটিয়ে তুলতে হয়। এভাবে তার কাছ থেকে কাজ করার ভীষণ সৌভাগ্য হয়েছে আমার। এটা আমার জন্য অনেক গৌরবের। আর মানিক মানবিকের সিনেমাটাও খুব ভালো হচ্ছে।
গেল ঈদে মানিক মানবিকেরই নির্দেশনায় অথৈ ‘প্রেম যেন এক প্রজাপতি’ নাটকে অভিনয় করেন। এছাড়া ‘দুরন্ত’ টিভি’র ‘আনন্দ উৎসব’ অনুষ্ঠানের উপস্থাপনা করেন তিনি। এর ২৬ পর্ব প্রচার হয়েছে। বাংলা ভিশনের ‘দিন প্রতিদিন’ অনুষ্ঠানের উপস্থাপনা করে অথৈর মিডিয়া জীবন শুরু হয়। গত বছর মোস্তফা মননের পরিচালনায় ‘গোলাপজান ছাত্রীনিবাস’ নাটকে সুবর্ণা মুস্তাফা ও জাহিদ হাসানের সঙ্গে অভিনয় করার সুযোগ পেয়েছিলেন অথৈ। বদরুল আনাম সৌদের পরিচালনায় ‘লুকোচুরি লুকোচুরি গল্প’ ধারাবাহিকেও অভিনয় করেছেন তিনি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে নাট্যকলায় অনার্স এবং পারফর্মিং আর্টে চলতি বছর মাস্টার্স সম্পন্ন করেন তিনি। অথৈর গ্রামের বাড়ি কুমিল্লার চান্দিনায়। তার বাবা আলী আকবর, মা শাহনাজ বেগম। একমাত্র ছোট ভাই শাকিব উদ্দিন।





