‘গুগলকে জরিমানা করা অনৈতিক’

এই জরিমানা অনৈতিক বলে মন্তব্য করেছেন গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই

ছবি : ইন্টারনেট

বিজ্ঞান ও প্রযুক্তি

‘গুগলকে জরিমানা করা অনৈতিক’

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২০ জুলাই, ২০১৮

স্মার্টফোনের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে নিজেদের বাণিজ্যিক স্বার্থ হাসিলে অসাধু উপায় অবলম্বনের কারণ দেখিয়ে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান অ্যালফাবেটের মালিকানাধীন ইন্টারনেট জায়ান্ট গুগলকে ৫০০ বিলিয়ন ডলার জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) এন্টিট্রাস্ট।

গত বুধবার এন্টিট্রাস্টের প্রধান মারগ্রেট ভ্যাসটেজার এই জরিমানা করেন। এ বিষয়ে নিজের এক টুইট বার্তায় ভ্যাসটেজার বলেন, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে তিনটি অবৈধ কার্যক্রমের কারণে গুগলকে ৪.৩৪ বিলিয়ন ইউরো (৫০০ বিলিয়ন ডলার) জরিমানা করা হয়েছে। এর মাধ্যমে নিজেদের সার্চ ইঞ্জিন ব্যবহারে আধিপত্য ঘটিয়েছে এবং প্রতিদ্বন্দ্বীদের অন্য কোনো সার্চ ইঞ্জিন ব্যবহারের সুযোগ দেয়নি, যা ইইউ এন্টিট্রাস্ট আইনের বহির্ভূত। তাই গুগলকে এখন এসব বন্ধ করতে হবে।

এদিকে ইউরোপীয় ইউনিয়নের তদন্তের সত্যতার ওপর নির্ভর করে জরিমানার তিনটি কারণ দেখিয়ে বিজনেস ইনসাইডারের এক প্রতিবেদনে বলা হয়, স্মার্টফোন নির্মাতারা গুগল প্লে­স্টোরের অ্যাক্সেসের জন্য গুগলের ব্রাউজার এবং সার্চ অ্যাপ্লিকেশনগুলোকে আগেই ইনস্টল করে দেয়। ফলে ব্যবহারকারী বাধ্য হয়েই গুগলের সেবা ব্যবহার করে থাকেন। এ ছাড়া অ্যান্ড্রয়েডের বিকল্প অপারেটিং সিস্টেমের সংস্করণে চলমান ডিভাইসগুলো বিক্রিতে নির্মাতাদের বাধা দিয়েছে গুগল। এমনকি নির্মাতাদের অ্যান্ড্রয়েড ব্যতীত অন্য ডিভাইস ডেভেলপ বা বিক্রিতে সীমাবদ্ধতা দিয়ে দিয়েছে।

তদন্তে আরো দেখা গেছে, ২০১১ সাল থেকে ফোনে গুগল সার্চ প্রি ইনস্টল করে দেওয়ার জন্য বেশ বড় কিছু ফোন নির্মাতাকে গুগল অর্থ দিত। কিন্তু ইইউ কমিশনের তদন্তের বিষয়ে সচেতন হয়ে ২০১৩ সাল থেকে গুগল নির্মাতাদের দিয়ে অর্থের বিনিময়ে প্রি-ইনস্টল করার কাজ কমিয়ে আনে।

ইইউর এমন সিদ্ধান্তের কারণে মোবাইল ইন্ডাস্ট্রির জন্য অনেক সুফল বয়ে আনবে বলে মনে করছেন মারগ্রেট ভ্যাসটেজার। তিনি বলেন, গুগলের নিজেদের আধিপত্য কমলে এখানে মাইক্রোসফট বা অ্যামাজনের মতো অন্যান্য কোম্পানি নিজেদের জায়গা করে নিতে পারবে। আর এসব প্রতিষ্ঠানের সফটওয়্যার ব্যবহার করে স্যামসাং-লেনেভোর মতো মোবাইল নির্মাতা প্রতিষ্ঠানগুলো বাড়তি আয় করতে পারত বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে গুগলকে করা এই জরিমানা অনৈতিক বলে মন্তব্য করেছেন গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই। তিনি বলেন, বাণিজ্যিক কারণেই আমাদের অনেক কিছু করতে হয়েছে। আর আমাদের যদি জরিমানা গুনতে হয়, তাহলে হয়তো ভবিষ্যতে আর কেউ বিনামূল্যে অপারেটিং সিস্টেম ব্যবহার করতে পারবে না।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads