‘গণতন্ত্র আজ আওয়ামী বাক্সে বন্দি’

ড. খন্দকার মোশাররফ হোসেন

সংরক্ষিত ছবি

রাজনীতি

‘গণতন্ত্র আজ আওয়ামী বাক্সে বন্দি’

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২ জুন, ২০১৮

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দেশের গণতন্ত্র আজ আওয়ামী বাক্সে বন্দি। তিনি বলেন, মিথ্যা ও জাল নথির ওপর ভিত্তি করে সাজানো মামলায় খালেদা জিয়াকে কারাবন্দি রেখে জাতীয় নির্বাচন করার যে পাঁয়তারা সরকার করছে, তা কোনো দিন বাস্তবায়িত হবে না। খালেদা জিয়াকে ছাড়া দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে না। আন্দোলনের মাধ্যমে আমরা খালেদা জিয়াকে মুক্ত করে আনব। গতকাল শুক্রবার নয়াপল্টনের ভাসানী ভবন মিলনায়তনে মহিলা দলের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৭তম শাহাদাতবার্ষিকীর আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মোশাররফ হোসেন বলেন, রাষ্ট্র পরিচালনায় শেখ মুজিব যেসব কাজে ব্যর্থ হয়েছেন, শহীদ জিয়া সেসব কাজে সফল হয়েছিলেন। মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করেছিল আওয়ামী লীগ, শহীদ জিয়া তা ফিরিয়ে আনেন। জিয়াউর রহমান একদলীয় বাকশাল ব্যবস্থা বাতিল করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সেই গণতন্ত্রকে ধ্বংস করে ফেলেছেন।

সভায় সভাপতিত্ব করেন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ। বক্তব্য দেন জাতীয়তাবাদী মহিলা দলের সিনিয়র সহসভাপতি নুরজাহান ইয়াসমিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, সাবেক এমপি রওশন আরা ফরিদ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান, মহিলা দল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি রাজিয়া আলিম, উত্তরের সভাপতি পেয়ারা মোস্তফা প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads