‘কালবেলা’র কুষ্টিয়া চিত্রায়ণ সম্পন্ন

ছবি : বাংলাদেশের খবর

শোবিজ

‘কালবেলা’র কুষ্টিয়া চিত্রায়ণ সম্পন্ন

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৬ নভেম্বর, ২০১৮

সম্পন্ন হয়েছে সাইদুল আনাম টুটুল পরিচালিত ‘কালবেলা’ ছবির কুষ্টিয়া অংশের চিত্রায়ণ। টানা বিশ দিন কুষ্টিয়া শহরসহ বিভিন্ন লোকেশনে চিত্রায়িত হয়েছে ছবিটি। ছবির নব্বই ভাগ কাজ শেষ। আগামী মাসে রাজশাহীতে ছবির কিছু অংশের চিত্রায়ণ শেষে পুরোপুরি ক্লোজ হবে ক্যামেরা। এমনটাই জানিয়েছেন ছবির পরিচালক সাইদুল আনাম টুটুল।

তিনি জানান, ২০০১ সালে আইন ও সালিশ কেন্দ্র কর্তৃক প্রকাশিত ‘নারীর ৭১ ও যুদ্ধ পরবর্তী কথ্য কাহিনী’ থেকে বিভিন্ন গল্প তুলে ধরার চেষ্টা করা হয়েছে ছবিতে। ছবিতে ‘সানজিদা’ চরিত্রে অভিনয় করছেন তাহমিনা অথৈ। তার বিপরীতে ‘মতিন’ চরিত্রে অভিনয় করছেন শিশির আহমেদ।

ছবিতে অভিনয় করা প্রসঙ্গে তাহমিনা অথৈ বলেন, ‘টুটুুল স্যার যেমন গুণী একজন নির্মাতা ঠিক তেমনি একজন ভালো অভিনেতা। প্রত্যেকটি দৃশ্যে অভিনয়ের আগে তিনি আমাদের যেভাবে অভিনয় করে দেখাতেন তাতে আমাদের কোনোই কষ্ট হতো না। আবার এটাও ঠিক তিনি শিল্পীকে স্বাধীনতা দিতেন। আমরা কীভাবে অভিনয় করতে চাই সেটাও দেখতেন। কিন্তু সব মিলিয়ে যেটা ভালো হতো আমরা তাই করার চেষ্টা করতাম। আমি নির্দ্বিধায় আশা করি কালবেলা দর্শকের মনকে নাড়া দেবে। আমি সত্যিই টুটুল স্যারের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ।’

নিজের চরিত্রটি সম্পর্কে শিশির আহমেদ বলেন, ‘মতিন চরিত্রটি সমাজের গতানুগতিক সহজ সরল ছেলে। টুটুল স্যারের সহযোগিতায় চরিত্রটিকে বাস্তবে রূপদান করার চেষ্টা করেছি। স্যারের মতো একজন কিংবদন্তি পরিচালকের সঙ্গে কাজ করতে পারাটা যেকোনো শিল্পীর জন্য সৌভাগ্যের। বলতে গেলে অভিনয়ের অনেক কিছু শিখেছি তার কাছ  থেকে।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads