রাহার ‘যেখানে তোর ছায়া’

রাহা তানহা খান

ছবি : সংগৃহীত

শোবিজ

রাহার ‘যেখানে তোর ছায়া’

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৬ নভেম্বর, ২০১৮

‘যেখানে তোর ছায়া’ শিরোনামের একটি গানের ভিডিওতে অংশ নিয়েছেন মডেল ও অভিনেত্রী রাহা তানহা খান। ভিডিওতে তার বিপরীতে দেখা যাবে আদরকে। সিলেটের জাফলংসহ বিভিন্ন লোকেশনে চলছে গানটির ভিডিও দৃশ্য ধারণের কাজ। আবিদ রনীর কথা, সুর ও সঙ্গীতায়োজনে ‘যেখানে তোর ছায়া’ গানটিতে কণ্ঠ দিয়েছেন আতিক শামস ও কণা। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন ওসমান মিরাজ।

গানটি প্রসঙ্গে মিরাজ বলেন, আমাদের দেশে অনেক সুন্দর লোকেশন আছে, যা পর্দায় খুব কম দেখা যায়। তেমনই কিছু চমৎকার লোকেশনে আমরা গানটির শুটিং করছি। আমার বিশ্বাস, মিউজিক ভিডিওটি দেখে দর্শকদের চোখ জুড়ে যাবে।

এসএস মিউজিক ক্লাবের ইউটিউব চ্যানেলে খুব শিগগিরই প্রকাশ করা হবে ‘যেখানে তোর ছায়া’ গানটি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads