রুদ্র মাহফুজের রচনা ও কাজী সাইফ আহমেদের পরিচালনায় ‘পতাকা’ শিরোনামের একটি বিশেষ নাটকে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও সাফা কবির। বিজয় দিবস উপলক্ষে নির্মিত এ নাটকের চিত্রায়ণ সম্প্রতি সম্পন্ন হয়েছে রাজধানীর বিভিন্ন লোকেশনে।
নাটকে অভিনয় করা প্রসঙ্গে তৌসিফ বলেন, ‘শরাফত নামের যে চরিত্রটি আমি করেছি সে নদীভাঙা এক হতভাগ্য। কাজের সন্ধানে সে ঢাকায় এসে হকারে পরিণত হয়। একপর্যায়ে সে পতাকা বিক্রি শুরু করে। ঘটনাক্রমে সে লক্ষ করে বিপন্ন, পরাস্ত দেশপ্রেমকে। আমি নাট্যকারকে ধন্যবাদ দিতে চাই, কারণ তিনি খুব সহজ করে জটিল একটি বিষয়কে লিখেছেন স্বপ্ন ও আশার উজ্জীবনে। পরিচালক তা ক্যামেরাবন্দি করেছেন তার স্বকীয় সৃজনশীলতায়।’
সাফা কবির বলেন, ‘এটি গতানুগতিক কোনো গল্পের নাটক না। গতানুগতিক ধারা থেকে বের হয়েছি এবং নিজেকে ভাঙতে পারলাম এই প্রথম। নাটকে আমার চরিত্রের নাম মালেকা। মালেকা বাসা-বাড়িতে কাজ করি। স্মৃতি আর শেকড় মানুষকে সব সময় তাড়িত করে এবং মুক্তিযুদ্ধ আমাদের মনোভূমিতে যে আশ্চর্য বিস্তার করে আছে, সেটি এ নাটকে নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে উন্মোচিত হবে বলে ধারণা করছি।’
ফ্যাক্টর থ্রি সলিউশনসের ব্যানারে নির্মিত এবং রাসেল সিদ্দিকী প্রযোজিত ‘পতাকা’ নাটকটি আগামী ১৬ ডিসেম্বর নাগরিক টিভিতে প্রচার হবে বলে জানান নিমার্তা সাইফ আহমেদ।