বাইক এবং কারের পর এবার সিএনজি অটোরিকশা সেবা দেওয়ার ঘোষণা দিল রাইড শেয়ারিং অ্যাপ ‘ও ভাই’। এ জন্য অ্যাপটির সঙ্গে যুক্ত হয়েছে সাড়ে ৬০০ সিএনজি অটোরিকশা। এর ফলে এখন থেকে যাত্রীরা অ্যাপেই সিএনজি অটোরিকশা রাইড নিতে পারবেন।
‘ও ভাই’ অ্যাপের মূল প্রতিষ্ঠান ও ভাই সলিউশনস লিমিটেড জানিয়েছে, এরই মধ্যে সিএনজি অটোরিকশা চালকদের অ্যাপের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এ ছাড়া অ্যাপের মাধ্যমে সিএনজি অটোরিকশায় যাতায়াতে প্রোমো কোড ব্যবহারের মাধ্যমে মূল্যছাড় পাওয়া যাবে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বর্তমানে শুধু ঢাকার মধ্যে অন ডিমান্ড মোটরবাইক, প্রাইভেটকার, মাইক্রোবাস সেবা দিলেও শিগগিরই অন্যান্য শহরেও সেবা বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে ও ভাই।