‘আমরাও মানুষ’

অলরাউন্ডার সাকিব আল হাসান

সংরক্ষিত ছবি

ক্রিকেট

‘আমরাও মানুষ’

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ৯ অগাস্ট, ২০১৮

ব্যাটে-বলে সমান পারদর্শিতা, সঙ্গে দারুণ নেতৃত্বগুণ; সব মিলিয়ে সাকিব ধামাকায় ক্যারিবীয় সফরটা বাংলাদেশের জন্য সুখকর স্মৃতির অংশ। তার হাত ধরেই ফ্লোরিডায় প্রথমবারের মতো টি-টোয়েন্টি ফরম্যাটে সিরিজ জেতে টেস্ট খেলুড়ে কোনো দেশের বিরুদ্ধে। স্মরণীয় সিরিজ জয়ের পর উৎসবের আমেজ টাইগার শিবিরে। সাকিবে পঞ্চমুখ সবাই। তবে সেই সাকিবই সিরিজ জয়ের পর নেতিবাচক আলোচনায়।

শেষ ম্যাচের পর হোটেলে ফেরার পথে এক ভক্তের সঙ্গে সাকিবের অশালীন ভঙ্গি সমালোচনার আগুনে ঘি ঢেলে দিচ্ছে। তবে সাকিব নিজের অবস্থান পরিষ্কার করেছেন তার অফিসিয়াল ফেসবুকে। যেখানে তিনি বলেছেন, ভক্তদেরও বুঝতে হবে আমরাও মানুষ।

কী ঘটেছিল সেদিন? ভাইরাল হওয়া ভিডিওতে যা দেখা যায়, তা হলো একজন সমর্থকের সঙ্গে কথা কাটাকাটির পর অশালীন ভঙ্গি করেন সাকিব। সেই সমর্থক আবার কিছু বলায় সাকিব আবার তেড়ে যান। শেষ পর্যন্ত তামিমসহ অন্য খেলোয়াড়রা আর উপস্থিত দর্শক শান্ত করেন তাকে। এটাই ছিল ভিডিওর অংশ।

সাকিব তার ফেসবুকে এক পোস্টে বিষয়টি পরিষ্কার করার চেষ্টা করেছেন। যেখানে তিনি লিখেছেন, ‘আমার প্রিয় ভক্ত এবং অনুসারীদের উদ্দেশে কিছু কথা বলতে চাই। সম্প্রতি আমাকে নিয়ে একটি ভিডিও আপলোড করা হয়েছে, যেখানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ের পর লবিতে আমাকে এবং আমার একজন তথাকথিত ‘ফ্যান’-এর সঙ্গে তর্ক-বিতর্ক করতে দেখা যায়। এই ক্লিপটি সম্পূর্ণ ভুলভাবে উপস্থাপন করা হয়েছে, যা প্রকৃত ঘটনা প্রকাশ করে না। পর পর ম্যাচ থাকায় আমি এবং আমার সহকর্মীরা বেশ ক্লান্ত ছিলাম এবং আমরা আমাদের রুমে ফিরে যাচ্ছিলাম। আমরা আমাদের নিজস্ব সরঞ্জাম এবং ব্যাগ বহন করছিলাম, তাই আমাদের হাত পূর্ণ ছিল; তখন কোনোভাবেই অটোগ্রাফ দেওয়া সম্ভব ছিল না।’

‘আমরা সর্বদাই আমাদের ভক্তদের সঙ্গে সময় কাটাতে পছন্দ করি এবং তাদের সঙ্গে ছবি তুলি, অটোগ্রাফ দিয়ে মুহূর্তগুলো ভাগ করে নেওয়ার চেষ্টা করি। কিন্তু ভক্তদেরও বুঝতে হবে যে, আমরাও মানুষ। আমরা মাঠে একটা বিজয় অর্জনের জন্য প্রাণপণ লড়াই করি। আমাদের কি ব্যস্ত কিংবা ক্লান্ত অনুভব করার অনুমতি নেই? আমরা আপনাদের সমর্থন বুঝি এবং সবসময় প্রশংসা করি। চেষ্টা করি আপনাদের সমর্থনের প্রতিদান যাতে আমরা মাঠে ভালো খেলার মাধ্যমে দিতে পারি। কিন্তু মাঝে মাঝে আমাদের এই কঠিন পরিশ্রম এবং কঠোর চেষ্টার সঙ্গে সবসময় নিজেকে গুছিয়ে রাখা কষ্টকর হয়ে পড়ে।’

ভক্তদের প্রতি ভালোবাসা প্রসঙ্গে সাকিব লেখেন, ‘আমি আমার ভক্তদের অসম্ভব ভালোবাসি এবং আমি মাঠে তাদের জন্যই খেলি সেটা জাতীয় দল হোক কিংবা কোনো লিগের জন্য হোক। আমি জানি কিছু মানুষ, যারা হয়তো আমাকে ফলো করে অথবা করে না কিন্তু সবসময় ছোট ছোট বিষয়ে আমাকে নিচু করতে পছন্দ করে। তাদের উদ্দেশে আমি বলতে চাই, আমাদের থেকে ভালো কিছু প্রত্যাশা করতে হলে এই নিচু মানসিকতা পরিবর্তন প্রয়োজন।’ 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads