৭ জুন থেকে ঢাকার রাস্তায় রাইডহোস্ট

ঢাকার রাজপথে রাইডহোস্ট নামে যুক্ত হচ্ছে নতুন একটি প্রতিষ্ঠান

সংরক্ষিত ছবি

বিজ্ঞান ও প্রযুক্তি

৭ জুন থেকে ঢাকার রাস্তায় রাইডহোস্ট

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ৫ জুন, ২০১৮

অন ডিমান্ড রাইড শেয়ারিং সেবায় ঢাকার রাজপথে রাইডহোস্ট নামে যুক্ত হচ্ছে নতুন একটি প্রতিষ্ঠান। আগামী ৭ জুন থেকে ঢাকায় সেবা দেওয়া শুরু করবে বলে গতকাল সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনী মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে জানায় রাইডহোস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ।

রাইডহোস্ট সম্পর্কে বিস্তারিত তুলে ধরে প্রতিষ্ঠানটির উপদেষ্টা বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব মাহমুদ কলি বলেন, রাইডহোস্টে মোট পাঁচটি সার্ভিস অপশন থাকবে। হোস্ট বাইক, হোস্ট সিএনজি, হোস্ট এক্স, হোস্ট ডিলাক্স এবং হোস্ট মাইক্রো। তারা জানান, যাত্রীসেবায় রাজধানী ঢাকায় চলমান গাড়ি সার্ভিসগুলো থেকে রাইডহোস্টের গাড়িগুলো ভাড়ায় সাশ্রয়ী এবং নিরাপদ। রাইডহোস্ট শেয়ার রাইডিংয়ের বিশেষত্ব হলো SOS, মাল্টিপল কলসহ নানাবিধ যাত্রী এবং ড্রাইভার সহায়ক ফিচার সংবলিত গাড়ি হায়ার সার্ভিস।

তিনি আরো বলেন, রাইডহোস্ট যাত্রী সেবার ক্ষেত্রে গাড়ি নির্বাচনের বিষয়টি গুরুত্ব দিয়েছে। পাশাপাশি গাড়ির ভাড়া যেন সহনীয় পর্যায়ে থাকে এজন্য সবদিক বিবেচনায় নিয়েছে তারা। যেকোনো যাত্রী রাইডহোস্টের সেবা একবার গ্রহণ করলে তিনি প্রথমবারই বুঝে যাবেন।

কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা অথৈ জয় শরীফ বলেন, রাইডহোস্ট কানাডিয়ান একটি শেয়ার রাইডিং সার্ভিস প্রতিষ্ঠান। বাংলাদেশেই এর প্রথম কার্যক্রম শুরু হচ্ছে। কানাডার পাশাপাশি ঢাকার রাস্তায়ও নিরাপদ যাত্রী সেবার মাধ্যমে আমেরিকার সিলিকন ভ্যালিতে তৈরি রাইডহোস্ট অ্যাপটির এক নতুন মাত্রা যোগ করবে বলে আশাবাদী আমরা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads