৫২ সপ্তাহে ৫৬ ছবি

ছবি : সংগৃহীত

শোবিজ

ফিরে দেখা ২০১৮

৫২ সপ্তাহে ৫৬ ছবি

  • আল কাছির
  • প্রকাশিত ২৭ ডিসেম্বর, ২০১৮

দেশীয় চলচ্চিত্রাঙ্গনের জন্য আলোচিত একটি বছর ২০১৮। যৌথ প্রযোজনার নীতিমালা, ছবির অনুমতি, পরিচালক-প্রযোজক দ্বন্দ্ব, ফিল্ম পলিটিকসসহ বিভিন্ন বিষয়ে বছরজুড়েই আলোচনায় ছিল এফডিসি পাড়া। চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই মনে করেছিলেন— ২০১৮ সালে কিছুটা হলেও মন্দাবস্থা কাটবে এফডিসির। তবে এ পাড়ার মন্দা অবস্থা এ বছরও কাটেনি। বরং কমেছে ছবি নির্মাণ। প্রযোজক সমিতির সূত্রে জানা গেছে, ২০১৮ সালে মুক্তি পেয়েছে সর্বমোট ৫৬টি ছবি। যার মধ্যে আমদানি করা ছবি মোট ১১টি। ৩টি যৌথ প্রযোজনার ছবি।

বছরজুড়ে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলোর মধ্যে ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত ছবি মুক্তি পেয়েছে মোট ৯টি। স্বাভাবিকভাবেই শাকিব খানকেই এগিয়ে রাখছেন চিত্রপাড়ার অনেকে। তবে শাকিব খান অভিনীত সবগুলো ছবি কিন্তু ব্যবসাসফল হয়নি। বছরজুড়ে বিভিন্ন ইস্যুতে আলোচিত-সমালোচিত ছিলেন এ চিত্রনায়ক। ২০১৮ সালে শাকিব খান অভিনীত ‘ভাইজান এলো রে’ ও ‘চালবাজ’ ছবি দুটি ছিল আলোচনার শীর্ষে। ছবি দুটিতে শাকিব খানের ভিন্ন লুকই তাকে আলোচনার শিরোনামে নিয়ে আসে। সবমিলিয়ে চিত্রপাড়ার অধিকাংশই এগিয়ে রাখছেন শাকিব খানকে।

এদিকে ২০১৮ সালে ছবি মুক্তির সংখ্যায় দ্বিতীয় অবস্থানে আছেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। বাপ্পী অভিনীত তিনটি ছবি মুক্তি পেয়েছে। শাহনেওয়াজ শানু পরিচালিত ‘পলকে পলকে তোমাকে চাই’ ছবিতে বাপ্পীর বিপরীতে অভিনয় করেছেন মাহিয়া মাহি। বছরের শুরুর দিকে মুক্তি পাওয়া এ ছবিটি ব্যবসায়িক সফলতা পেয়েছে বলে জানা গেছে। তবে বাপ্পী অভিনীত আলোচিত ছবি ‘নায়ক’। এ ছবিতে নবাগত অধরা খানের বিপরীতে বাপ্পীর ভিন্ন লুক নজর কেড়েছে সবার। লাভার বয় বাপ্পীকে একেবারে ভিন্ন লুকে দেখা গেছে ‘আসমানী’ ছবিতে। এই ছবিতে বাপ্পীর বিপরীতে অভিনয় করেছেন আরেক নবাগতা সুস্মি রহমান। এ ছবি দুটিতে বাপ্পীর অভিনয়ের প্রশংসা করেছেন চিত্রপাড়ার অনেকে। অন্যদিকে ২০১৮ সালে দুটি করে ছবি মুক্তি পেয়ে সাইমন সাদিক ও সিয়াম আহমেদের। সাইমন অভিনীত ‘জান্নাত’ ও ‘মাতাল’ ছবি দুটি নিয়ে বেশ আলোচনা হয়েছিল। ব্যবসায়িক দিক থেকেও ছবি দুটি মোটামুটি সফল বলে জানা গেছে ছবির প্রযোজক সূত্রে।

২০১৮ সালে আলোচিত চিত্রনায়কদের মধ্যে স্থান করে নিয়েছেন ছোটপর্দা থেকে আসা সিয়াম আহমেদ। ‘পোড়ামন-২’ ছবি দিয়ে তার যাত্রা শুরু। প্রথম ছবি দিয়েই দর্শক মাত করেছেন সিয়াম। ছবিতে সিয়ামের বিপরীতে অভিনয় করেছেন পূজা চেরী। ছবিটি ব্যবসাসফল হলে প্রযোজক সিয়াম-পূজা জুটিকে নিয়ে আরো একটি ছবি নির্মাণের ঘোষণা দেন। রাজনৈতিক গল্পে নির্মিত ‘দহন’ ছবিতে আবারো তাদের একসঙ্গে দেখা যায়। এ ছবিতেও দর্শকের নজর কেড়েছে সিয়ামের অভিনয়। চিত্রপাড়ার অনেকেই মনে করছেন, অনেক দূর খেলতে পারবেন সিয়াম। তার অভিনয়দক্ষতার জন্য এমনটা মনে করছেন অনেকেই।

এ বছর সেরা আলোচিত ছবি ‘দেবী’। জয়া আহসান প্রযোজিত ও অভিনীত এ ছবিটি শুরু থেকেই আলোচনার শীর্ষে ছিল। ছবির ভিন্নধর্মী প্রচার এ ছবিকে আলোচনার শীর্ষে নিয়ে যায়। ব্যবসাসফল এ ছবি নির্মিত হয়েছে হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে। দেশে ব্যাপক আলোচনার পাশাপাশি ছবি মুক্তি পেয়েছে বিদেশেও। ছবিতে চঞ্চল চৌধুরী, জয়া আহসান, শবনম ফারিয়া এবং ইরেশ যাকেরের অভিনয় মন কেড়েছে দর্শকদের। সেই সঙ্গে বাংলা ছবির প্রচারে ভিন্নধারা নিয়ে এসেছে এ ছবিটি, যা উদাহরণ হিসেবে থাকবে অনেক দিন। ২০১৮ সালে কমার্শিয়াল ছবির পাশাপাশি আর্ট ফিল্ম ঘরানার ছবিও নির্মিত হয়েছে কিছু। তবে সেগুলো দর্শকশূন্যতায় ভুগেছে। সবমিলিয়ে এ বছর ছবির সংখ্যা নির্মাণ কম হলেও ভালো মানের ছবি নির্মাণের চেষ্টা করেছেন পরিচালকরা। এগুলোর পাশাপাশি বেশ কিছু নিম্নমানের এবং অশ্লীল ছবিও নির্মিত হয়েছে। যেগুলোর সমালোচনাও করেছেন চিত্রপাড়ার সমালোচকরা।

এ বছর মুক্তিপ্রাপ্ত ছবিগুলো হলো— পুত্র, দেমাগ, পাগল মানুষ, হৈমন্তী, ভালো থেকো, আমি নেতা হব, রাঙা মন, পাষাণ, মাটির প্রজার দেশে, বিজলী, কালের পুতুল, পলকে পলকে তোমাকে চাই, একটি সিনেমার গল্প, প্রেমের কেনো ফাঁসি, আলতাবানু, ধূসর কুয়াশা, চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়া, পাঙ্কু জামাই, কমলা রকেট, পোড়ামন-২, সুপার হিরো, প্রেমিক ছেলে, নামতা, জান্নাত, মনে রেখো, ক্যাপ্টেন খান, বেপরোয়া, ফিফটি ফিফটি লাভ, নায়ক, পবিত্র ভালোবাসা, মাতাল, মেঘকন্যা, সনাতন গল্প, দেবী, আসমানী, মিস্টার বাংলাদেশ, লিডার, পাঠশালা, দহন, পোস্টমাস্টার ৭১, স্বপ্নের ঘর, অর্পিতা।

আমদানি করা ছবি গুলো হলো- জিও পাগলা, ইন্সপেক্টর নটি কে, চালবাজ, সুলতান, ভাইজান এলো রে, ফিদা, পিয়া রে, নাকাব, ভিলেন, গার্লফ্রেন্ড, আমি শুধু তোর হলাম। নীতিমালার কারণে ২০১৮ সালে কমে গেছে যৌথ প্রযোজনায় ছবি নির্মাণ। পুরো বছরে মাত্র তিনটি যৌথ প্রযোজনার ছবি নির্মিত হয়েছে। সেগুলো হলো- তুই শুধু আমার, নূরজাহান ও স্বপ্নজাল।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads