হামলা-আগুন সন্ত্রাস চলছে

সারা দেশের বিভিন্ন জায়গায় হামলা-আগুন সন্ত্রাসীর ঘটনা ঘটেছে

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

হামলা-আগুন সন্ত্রাস চলছে

# পাবনায় বিএনপি প্রার্থীর ওপর হামলা, ঢাকায় স্থানান্তর # হাজীগঞ্জে নৌকার গণসংযোগে হামলা # ধনবাড়ীতে আ.লীগের নির্বাচনী অফিস ভাঙচুর # ঠাকুরগাঁওয়ে নৌকায় আগুন # খাগড়াছড়িতে ধানের শীষের প্রচারণায় হামলা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২৭ ডিসেম্বর, ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র দুই দিন বাকি। গতকাল বুধবারও দেশের বিভিন্ন স্থানে নানা ধরনের ঘটনা ঘটেছে। পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের বিএনপি প্রার্থীর গণসংযোগে হামলা করেছে দুর্বৃত্তরা। হামলায় বিএনপির প্রার্থী হাবিবুর রহমান হাবিবকে কুপিয়ে জখম করা হয়েছে। তাকে পাবনা থেকে হেলিকপ্টারযোগে ঢাকায় নেওয়া হয়েছে। চাঁদপুরের হাজীগঞ্জে নৌকা প্রতীকের গণসংযোগে হামলা হয়েছে। এ ঘটনায় ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদকসহ ৭ যুবলীগ-ছাত্রলীগ নেতা আহত হয়েছে। টাঙ্গাইলের ধনবাড়ীতে আওয়ামী লীগের নৌকা মার্কার নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার সালন্দর ইউনিয়নের চৌধুরীহাটে নৌকা প্রতীক এবং নৌকার সমর্থকের দোকানে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। খাগড়াছড়ির রামগড়ে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম ভূঁইয়া ফরহাদের নির্বাচনী প্রচারণার সময় জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান ওয়াদুদ ভূঁইয়ার ওপর হামলা হয়েছে। নোয়াখালী-২ আসনে বিএনপি প্রার্থী জয়নুল আবদিন ফারুকের নির্বাচনী অফিস ভাঙচুর করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। এছাড়া জামালপুর সদর, মেলান্দহ ও ইসলামপুর উপজেলার বিভিন্ন স্থানে ধানের শীষ প্রতীকের নির্বাচনী কেন্দ্রে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে নৌকা প্রতীকের সমর্থকরা। প্রতিনিধিদের পাঠানো খবর-

পাবনা : পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের বিএনপি প্রার্থীর গণসংযোগে হামলা করেছে দুর্বৃত্তরা। হামলায় বিএনপির প্রার্থী হাবিবুর রহমান হাবিবকে কুপিয়ে জখম করা হয়েছে। এ হামলার ঘটনায় আরো ১০ জন আহত হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১২টার দিকে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের আলহাজ মোড়ে এ হামলার ঘটনা ঘটে। ঘটনার পর ম্যাজিস্ট্রেটসহ পুলিশ ও বিজিবি ঘটনাস্থল পরিদর্শন করেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আহত হাবিবুর রহমান হাবিবকে উন্নত চিকিৎসার জন্য পাবনা থেকে হেলিকপ্টারযোগে ঢাকায় নেওয়া হয়েছে।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গতকাল বেলা ১২টার দিকে আলহাজ উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী প্রচারণার জন্য ধানের শীষের প্রার্থী হাবিবুর রহমান হাবিব ও তার নেতাকর্মীরা জড়ো হয়। এ সময় হঠাৎ করে দুর্বৃত্তরা দেশি অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। দুর্বৃত্তরা হাবিবকে কুপিয়ে জখম করে। ধারালো অস্ত্র দিয়ে বিএনপি প্রার্থী হাবিবের কোমড়ের নিচে ও পায়ে জখম করা হয়েছে। এ সময় নেতাকর্মীরা বাধা দিতে গেলে তাদের ওপরও হামলা চালানো হয় দাবি করে বিএনপি বলেছে- এ ঘটনায় আহসানুল ইসলাম রিপন, বাচ্চু, সরদার আতাউর রহমান, বরকত আলী, রমজান আলী, ভোলা প্রামাণিক ও বীর হোসেনসহ ১০ নেতাকর্মী আহত হয়েছে।

প্রার্থী হাবিবের ভাই আবদুস সাত্তার বাচ্চু জানান, আমরা সম্পূর্ণ নিয়মতান্ত্রিকভাবে স্থানীয় পুলিশ প্রশাসনসহ সবার অনুমতি সাপেক্ষে এই গণসংযোগ শুরু করছিলাম। অথচ হঠাৎ করে সশস্ত্র অবস্থায় ৪০-৫০টি মোটরসাইকেলযোগে এসে দুর্বৃত্তরা হামলা চালায়। এতে ভাইসহ কমপক্ষে দশজন আহত হন বলে তিনি কান্নায় ভেঙে পড়েন।

হাসপাতালে চিকিৎসাধীন হাবিব এ ঘটনার জন্য যুবলীগ ও ছাত্রলীগকে দায়ী করে বলেন, গণসংযোগ ও পথসভার জন্য আয়োজিত জমায়েতে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে। তবে এ অভিযোগ অস্বীকার করে ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মকলেছুর রহমান মিন্টু জানান, হামলার ঘটনার জন্য বিএনপির অভ্যন্তরীণ কোন্দল দায়ী। নিশ্চিত ভরাডুবি জেনে হাবিব মিথ্যাচার করছেন।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আসমা খানম বলেন, হাবিবের কোমড়ের নিচে ও ঊরুতে গুরুতর জখম হয়েছে। প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তার উন্নত চিকিৎসা প্রয়োজন। হাবিবকে প্রাথমিক চিকিৎসার পর পাবনায় পাঠানো হয়।

পাবনা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মনির আহমেদ জানান, গতকাল বেলা সাড়ে ৩টার দিকে পাবনা জেনারেল হাসপাতাল থেকে হাবিবুর রহমান হাবিবকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে ঢাকায় পাঠানো হয়েছে।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও আহমেদ হোসেন ভূইয়া বলেন, ধানের শীষের প্রার্থী হাবিবুর রহমান হাবিব আমাদের অনুমতি সাপেক্ষে এই গণসংযোগ শুরু করেন। তারপরও যে ঘটনাটি ঘটেছে সেটি অনাকাঙ্ক্ষিত। পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় ৮ জনকে আটক করা হয়েছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরে বিপুলসংখ্যক র্যাব, পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।

চাঁদপুর : হাজীগঞ্জে নৌকা প্রতীকের গণসংযোগে হামলা হয়েছে। এ ঘটনায় ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদকসহ ৭ যুবলীগ-ছাত্রলীগ নেতা আহত হয়েছে। গত মঙ্গলবার বিকালে উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের স্থানীয় নোয়াহাট বাজারে, সন্ধ্যায় বড়কুল পশ্চিম ইউনিয়নের রামচন্দ্রপুরে, একই সময়ে হাটিলা পূর্ব ইউনিয়নের হাটিলা গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

ধনবাড়ী (টাঙ্গাইল) : আওয়ামী লীগের নৌকা মার্কার নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার রাতে ধনবাড়ী উপজেলার যদুনাথপুর ইউনিয়নের নেটমশরা নতুন বাজারে নৌকা মার্কার নির্বাচনী অফিসে বিএনপি নেতাকর্মীরা হামলা করে ভাঙচুর করেছে। এ সময় হামলাকারীরা কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে অফিসের চেয়ার-টেবিল ভাঙচুর এবং পোস্টার, ফেস্টুন-ব্যানার ছিঁড়ে ফেলে। এ ঘটনায় গতকাল বুধবার স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নূরনবী বাদী হয়ে ধনবাড়ী থানায় মামলা করেছেন।

ঠাকুরগাঁও : সদর উপজেলার সালন্দর ইউনিয়নের চৌধুরীহাটে নৌকা প্রতীক এবং নৌকার সমর্থকের দোকানে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার রাত ১২টার দিকে সালন্দর ইউনিয়নের চৌধুরীহাট রাস্তার পশ্চিম পাশে কাগজের তৈরি নৌকায় এবং নৌকার সমর্থক আজিজুরের সাইকেল পার্টস ও সাইদুলের পশু খাদ্যের দোকানে আগুন দিলে দোকানের মালপত্র পুড়ে যায়। সালন্দর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান মাহবুব আলম মুকুল বলেন, বিএনপির একদল কর্মী অসৎ উদ্দেশ্যে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। তবে এই অভিযোগ মানতে রাজি নন সালন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মাওলা চৌধুরী। তিনি বলেন, আওয়ামী লীগ বিএনপির গণজোয়ারে হতাশ হয়ে আমাদের নেতাকর্মীদের হয়রানির উদ্দেশ্যে নিজেরাই আগুন লাগিয়ে দিয়ে বিএনপির ওপর দোষ চাপানোর চেষ্টা করছে।

খাগড়াছড়ি : রামগড় উপজেলায় বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত ধানের শীষের প্রার্থী শহিদুল ইসলাম ভূঁইয়া ফরহাদের নির্বাচনী প্রচারণার সময় জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান ওয়াদুদ ভূঁইয়ার ওপর হামলা করেছে আওয়ামী লীগের নেতার্মীরা। এ সময় ২০ নেতাকর্মী আহত হয়েছেন। গতকাল বুধবার বেলা ১২টার দিকে ওয়াদুদ ভূঁইয়া হেঁটে কবরস্থান এলাকা থেকে বাজারের বাস টার্মিনাল এলাকায় পৌঁছলে এ ঘটনা ঘটে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে খাগড়াছড়ি জেলা বিএনপি সভাপতি ওয়াদুদ ভূঁইয়া হামলাকারীদের চিহ্নিত করে গ্রেফতারের দাবি জানিয়েছেন।

নোয়াখালী : নোয়াখালী-২ আসনে বিএনপি প্রার্থী জয়নুল আবদিন ফারুকের নির্বাচনী অফিস ভাঙচুর করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। গত মঙ্গলবার রাতে উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে দলীয় অফিসটি ভাঙচুর করা হয়। এ সময় দুর্বৃত্তরা শহীদুল ইসলাম নামে এক বিএনপি কর্মীকে পিটিয়ে আহত করে।

জামালপুর : সদর, মেলান্দহ ও ইসলামপুর উপজেলার বিভিন্ন স্থানে ধানের শীষ প্রতীকের নির্বাচনী কেন্দ্রে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে নৌকা প্রতীকের সমর্থকরা। গত মঙ্গলবার রাতে এসব ঘটনা ঘটে। রাত ৮টার দিকে জামালপুর-৫ (সদর) আসনে ঘোড়াধাপ এলাকায় ধানের শীষ প্রতীকের নির্বাচনী কেন্দ্রে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। একই এলাকায় ধারালো ক্ষুরের আঘাতে বিপ্লব নামে এক যুবক গুরুতর আহত হয়েছে এবং এক আওয়ামী লীগ নেতার মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।

জামালপুর-২ (ইসলামপুর) আসনে গোয়ালেরচর ইউনিয়নের বোলাকীপাড়া গ্রামে বিএনপি অফিসে তালা দিয়ে ধানের শীষ প্রতীকের নির্বাচনী কার্যক্রম বন্ধ করে দিয়েছে নৌকা প্রতীকের সমর্থক স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। একই গ্রামে ও গাইবান্ধা ইউনিয়নের চরদাদনা গ্রামে আওয়ামী লীগের অফিস ভাঙচুর হয়েছে। জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে আদ্রা গ্রামে বিএনপি নেতা সাইদুর রহমানের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে নৌকা প্রতীকের সমর্থক স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads