৫১ নদ-নদীর পানি বাড়তে পারে

৫১টি নদ-নদীর পানি বাড়তে পারে বলে জানিয়েছে বন্যা সতর্কীকরণ কেন্দ্র

ছবি: সংগৃহীত

আবহাওয়া

৫১ নদ-নদীর পানি বাড়তে পারে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ৩০ জুলাই, ২০১৮

আগামী ২৪ ঘণ্টায় ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের ফলে দেশের বেশ কয়েকটি নদ-নদীর পানি বৃদ্ধি পাবে এবং পাহাড়ী এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে।

দেশের ৯৪টি নদীর মধ্যে ৫১টি নদীর পানি বেড়েছে ও ৩৯টি নদীর পানি কমেছে এবং ৪টি নদীর পানি অপরিবর্তিত রয়েছে বলে আবহাওয়া অফিস ও বন্যা সতর্কীকেন্দ্র জানায়।

আগামী ৭২ ঘন্টায় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকলে ৫১টি নদীর পানি আরো বৃদ্ধি পেতে পারে।
আজ দেশের অভ্যন্তরীণ নদী বন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আগামী ৪৮ ঘণ্টায় ব্রক্ষ্মপুত্র, যমুনা ও পদ্মার নদ-নদীর পানি সমতুল স্থিতিশীল এবং মেঘনা অববাহিকার নদী সমূহের পানি বৃদ্ধি থাকবে বলে বন্যা সতর্কী কেন্দ্র জানায়।

আবহাওয়া অফিস আরো জানায়, আজ বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, রংপুর, খুলনা বিভাগসহ কুমিল্লা, নোয়াখালী, সন্দ্বীপ ও সীতাকুণ্ড অঞ্চলসহ দেশের বিভন্ন জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও বজ্রবৃষ্টিসহ দেশের বিভিন্ন স্থানে ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। ফলে পাহাড়ী এলাকায় ভূমি ধস হতে পারে।

গত ২৪ ঘণ্টায় মহেশখালীতে ১১৭.৭ মিলিমিটার ও বগুড়ায় ৯৫মিলিমিটার, কক্সবাজারে ৭১ মিলিমিটার, সুনামগঞ্জে ৬০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ভারতের উত্তর পূর্বাঞ্চলের সিকিম, আসাম মেঘালয়, ত্রিপুরায় উল্লেখযোগ্য বৃষ্টিপাতের পরিমাণ হচ্ছে চেরাপুঞ্জিতে ৮০ মিলিমিটার, শিলচরে ৩২ গ্যাংটকে ২৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

এছাড়া প্রবল বৃষ্টির ফলে দেশের ৫১টি নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে বলে বন্যা সতর্কীকেন্দ্র জানায়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads