দেশের ৩৪৬টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০ শয্যার সেবা কার্যক্রম চালু হচ্ছে। ইতোমধ্যে এসব স্বাস্থ্য কমপ্লেক্স ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়েছে। তাই স্বাস্থ্য কমপ্লেক্সগুলোয় বর্ধিত শয্যার কার্যক্রম চালুর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পক্ষে উপসচিব মোহাম্মদ আলী আকবর এ নির্দেশনামায় স্বাক্ষর করেন।
স্বাস্থ্যসেবা বিভাগের কর্মকর্তারা জানান, স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের মাধ্যমে নির্মিত ২৮২টি উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যায় উন্নীতকরণের নির্মাণকাজ সম্পন্ন করে ব্যবহারকারী কর্তৃপক্ষের কাছে ইতোমধ্যে হস্তান্তর করা হয়েছে। আরো ৬৪টির নির্মাণকাজও সম্পন্ন হয়েছে এবং শিগগিরই হস্তান্তর করা হবে। হন্তান্তর করা ২৮২টি এবং নির্মাণকাজ সম্পন্ন হওয়া ৬৪ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন সেবা কার্যক্রম চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্যোগের অংশ হিসেবে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশও দেওয়া হয়েছে।
এদিকে, ৫০ শয্যায় উন্নীত হওয়ায় স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু করতে অর্থ মন্ত্রণালয়েরও অনুমোদন চাওয়া হয়েছে। অর্থ বিভাগের সচিব মুসলিম চৌধুরীর কাছে লেখা এক চিঠিতে স্বাস্থ্য মন্ত্রণালয় উল্লেখ করেছে, সরকারি অর্থ ব্যয়ে কিছু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবকাঠামো সম্প্রসারণ করা হয়েছে। এ অবস্থায় স্থানীয় দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসাসেবা নিশ্চিতে ৫০ শয্যার অবকাঠামোয় সেবা চালুর অনুমোদন প্রয়োজন।
সংশ্লিষ্টরা জানান, দেশের সব নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রত্যন্ত অঞ্চলে সেবা কার্যক্রম চালুর অংশ হিসেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর শয্যাসংখ্যা বাড়ানো হচ্ছে। তবে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে শুধু শয্যাসংখ্যা বাড়ালেই হবে না। এর পাশাপাশি জনবল বৃদ্ধি এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি ও ওষুধ সরবরাহ নিশ্চিত করতে হবে।
খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকার সাভার, ধামরাই, নবাবগঞ্জ ও দোহার; নারায়ণগঞ্জে রূপগঞ্জ, বন্দর, সোনারগাঁ ও আড়াইহাজার; নরসিংদীর বেলাব, পলাশ, শিবপুর, মনোহরদী ও রায়পুরা; গাজীপুরের কালীগঞ্জ, কাপাসিয়া, শ্রীপুর ও কালিয়াকৈর; মুন্সীগঞ্জের সিরাজদীখান, টঙ্গীবাড়ী, গজারিয়া, লৌহজং ও শ্রীনগর; মানিকগঞ্জের সিঙ্গাইর, দৌলতপুর, সাটুরিয়া, শিবালয় ও ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যায় উন্নীত করা হয়েছে।
অপরদিকে, ময়মনসিংহের ১১টি, নেত্রকোনার ৭টি, কিশোরগঞ্জের ১১টি, টাঙ্গাইলের ৮টি, জামালপুরের ৬টি, শেরপুরের ৩টি, চট্টগ্রামের ১৩টি, কক্সবাজারে ৫টি, বান্দারবানের ২টি, খাগড়াছড়ির ১টি, নোয়াখালীর ৬টি, লক্ষ্মীপুরের ৩টি, ফেনীর ৪টি উপজেলা কমপ্লেক্স উন্নীত করা হয়েছে ৫০ শয্যায়। এ ছাড়া রাজশাহী-রংপুর বিভাগের ৯৬টি এবং খুলনা বিভাগের ৫০টি, বরিশাল বিভাগের ৫৬টি, সিলেট-কুমিল্লা অঞ্চলে ৩৭টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সও ৫০ শয্যায় উন্নীত করা হয়েছে।