৪ বছর ধরে স্কুল চালাচ্ছেন ইলন মাস্ক

চার বছর ধরে গোপনে স্কুলটি চালিয়ে যাচ্ছেন তিনি

ছবি : ইন্টারনেট

বিজ্ঞান ও প্রযুক্তি

৪ বছর ধরে স্কুল চালাচ্ছেন ইলন মাস্ক

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২৭ জুন, ২০১৮

নিজের পাঁচ সন্তানকে প্রথাগত স্কুলের পড়াশোনার কৌশলের বাইরে অনন্য প্রকল্পভিত্তিক শিক্ষার অভিজ্ঞতা দেওয়ার পরিকল্পনা থেকে স্কুল তৈরি করেছিলেন মার্কিন প্রকৌশলী ইলন মাস্ক। ক্যালিফোর্নিয়ার হথর্নে স্পেসএক্স প্রধান কার্যালয়ে বিগত চার বছর ধরে গোপনে স্কুলটি চালিয়েও যাচ্ছেন তিনি। এমনকি ওই স্কুলে পড়ুয়া প্রায় ৫০ শিক্ষার্থীর টিউশন ফি থেকে শুরু করে ম্যাক ল্যাপটপসহ সবকিছুর জন্য তহবিল দিচ্ছেন মাস্ক।

এমনটাই জানানো হয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনবিসিতে প্রকাশিত এক প্রতিবেদনে। সেখানে বলা হয়, মাস্কের পাঁচ সন্তানদের সঙ্গে স্পেসএক্স কর্মীদের সন্তান এবং ওই অঞ্চলের আরো কিছু শিশুকে নিয়ে ২০১৪ সালে একটি স্কুল প্রতিষ্ঠান করেন মাস্ক। অ্যাড অ্যাস্ট্রা নামের অলাভজনক এই স্কুলটি পরীক্ষামূলকভাবে পরিচালনা করা হচ্ছে বলে আর্স টেকনিকার বরাত দিয়ে জানায় সিএনবিসি।

প্রতিবেদনে বলা হয়, ২০১৫ সালে চীনের একটি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছিলেন মাস্ক। সেই সাক্ষাৎকারে তিনি বলেন, আমার দেখা মতে সাধারণ স্কুলগুলো এমন কিছু কাজ করছে না, যা করা উচিত বলে আমি মনে করি। তাই আমি এ বিষয়ে চিন্তা করছি, দেখা যাক কী করা যায়। সম্ভবত তৈরিকৃত স্কুলটি অনেক ভালো হবে।

আর্স টেকনিকার প্রতিবেদন অনুযায়ী, অ্যাড অ্যাস্ট্রার পরিবেশ প্রথাগত বিদ্যালয়গুলোর চেয়ে আলাদা করে ভেঞ্চার ক্যাপিটাল ইনকিউবটরের মতো করা হয়েছে। স্কুলটিতে ৭ থেকে ১৪ বছরের শিক্ষার্থীরা চ্যালেঞ্জিং টেকনিক্যাল প্রজেক্ট নিয়ে দলবদ্ধ হয়ে কাজ করে, নিজস্ব মুদ্রায় বিনিয়োগ করে। যেখানে কিছু আনুষ্ঠানিক মূল্যায়ন আছে। তবে চাইলেই শিক্ষার্থীরা তাদের অপছন্দের বিষয়টি বাদ দিতে পারে। এমনকি এই স্কুলে কোনো গ্রেডিং পদ্ধতিও রাখা হয়নি।

স্কুলটিতে গণিত, বিজ্ঞান, প্রকৌশল এবং নৈতিকতার ওপর বেশি জোর দেওয়া হলেও পাশাপাশি ভাষা, সঙ্গীত এবং খেলাধুলার বিষয়ে নির্দেশনা পাবে শিক্ষার্থীরা।

পরিবহন খাতে টেসলার মতো এবং রকেট ইন্ডাস্ট্রিতে স্পেসএক্সের মতো শিক্ষা খাতেও অ্যাড অ্যাস্ট্রা বিপ্লব ঘটাবে, এটাই স্কুলটির মূল উদ্দেশ্য হিসেবে জানানো হয় ওই প্রতিবেদনে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads