বিজ্ঞান ও প্রযুক্তি

৩৮ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে হবে শেখ রাসেল ডিজিটাল ল্যাব

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১৪ জানুয়ারি, ২০১৯

প্রযুক্তিনির্ভর মেধাভিত্তিক বাংলাদেশ গড়তে দেশের ৩৮ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। গতকাল নাটোরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইসিটি কমিটি সভায় জেলার ৯২টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, দেশের সব শিক্ষার্থীকে প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত করতে পর্যায়ক্রমে এ ধরনের ডিজিটাল ল্যাব স্থাপন করা হবে। ৩৮ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব স্থাপনে ২ হাজার কোটি টাকার বাজেট বরাদ্দ করা হচ্ছে বলেও সভায় জানান তিনি। পলক বলেন, ডিজিটাল ল্যাবের পাশাপাশি সারা দেশে শেখ কামাল আইটি অ্যান্ড ইনকিউবেশন সেন্টার ও আইটি পার্ক স্থাপন করা হচ্ছে। এসব প্রতিষ্ঠানে প্রযুক্তিভিত্তিক বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করে শিক্ষিত জনগোষ্ঠী আত্মনির্ভরশীল হচ্ছে।

২০২১ সাল নাগাদ তথ্যপ্রযুক্তি খাতে ২০ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। সরকার উন্নত দেশের সব সুবিধা ও বিনিয়োগ তথ্যপ্রযুক্তি খাতে প্রদান করছে বলেও জানান প্রতিমন্ত্রী।

এ সময় তিনি আরো বলেন, তথ্যপ্রযুক্তির ব্যবহার করে দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে। দেশের সব ইউনিয়নের প্রতিটিতে ৯০ লাখ টাকা খরচ করে অপটিক্যাল ফাইবার ক্যাবলে সংযুক্ত করে দ্রুতগতির ইন্টারনেট সুবিধা সব গ্রামে পৌঁছে দেওয়া হচ্ছে। ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলোতে অনলাইন সেবা আরো সম্প্রসারিত করতে পর্যায়ক্রমে ২ হাজার ৯০০টি সেবা দেওয়া হবে। শহরের সঙ্গে গ্রামের ব্যবধান কমিয়ে আনতে দ্রুতগতির ইন্টারনেট সুবিধার পাশাপাশি সব গ্রামে বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্য ও সড়ক যোগাযোগ সুবিধা দেওয়া হচ্ছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads