মানহানির দুটি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিনের মেয়াদ এক বছর করে বৃদ্ধি করেছে হাইকোর্ট।
তার আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মো. আব্দুল হাফিজ ও বিচারপতি মহিউদ্দিন শামীমের ডিভিশন বেঞ্চ আজ মঙ্গলবার এ আদেশ দেন।
খালেদা জিয়ার আইনজীবী ও বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল জানান, ঢাকা ও নড়াইলে দায়ের করা দুটি মানহানির মামলায় খালেদা জিয়াকে প্রথমে হাইকোর্ট ছয়মাসের জামিন দিয়েছিলো। পরে ওই জামিনের মেয়াদ শেষ হওয়ার আগেই তা বর্ধিত করার আবেদন করি। আদালত শুনানি শেষে জামিনের মেয়াদ এক বছর করে বৃদ্ধি করেছে।
উল্লেখ্য, মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে ২০১৫ সালের ২১ ডিসেম্বর বিরুপ মন্তব্য করার অভিযোগে ওই বছরের ২৪ ডিসেম্বর খালেদা জিয়ার বিরুদ্ধে নড়াইলে মানহানির মামলা করা হয়। স্থানীয় এক মুক্তিযোদ্ধার সন্তান রায়হান ফারুকী ইমাম বাদী হয়ে মামলাটি করেন। এ মামলায় খালেদা জিয়ার জামিন আবেদন গত বছরের ৫ আগস্ট খারিজ করেন নড়াইলের আদালত। এরপর হাইকোর্টে জামিনের আবেদন করা হলে আদালত গত বছরের ১৩ আগস্ট খালেদা জিয়াকে ৬ মাসের জামিন দেন। এদিকে ২০১৬ সালের ৫ জানুয়ারি এবি সিদ্দিকীর করা মামলায় ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট আদালত গত বছরের ৭ আগস্ট খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করেন। এরপর খালেদা জিয়ার জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করা হলে গত বছরের ১৪ আগস্ট আদালত তাকে ৬ মাসের জামিন দেন।